Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫

কেমন ছিলো ২০২৪ সালে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি

২০২৪ সালের বাংলা সিনেমার আমলনামা

কেমন ছিল ২০২৪ সালে দেশের চলচ্চিত্র অঙ্গন? প্রাপ্তির খাতায় কি যোগ হলো? বা কী ঝড়ে গেল সম্ভাবনার পরেও! ২০২৪ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রের চালচিত্র নিয়ে চিত্রালীর এই বিশেষ ফিচার। চলুন  এক নজরে দেখে নেওয়া যাবে কি কি সিনেমা মুক্তি পেয়েছে ২০২৪ সালে। কেমন আয় করেছে সেসব সিনামগুলো।

বাংলা সিনেমার কথা বলতে গেলে সবার আগেই প্রথমে যেনামটা আসে তা হলো শাকিব খান। তাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের মেগাস্টার, সুপারস্টার।বাংলা চলচ্চিত্রে ২০২৪ সাল টা ছিলো শাকিব খানময়। বছরজুড়ে তিন টা সিনেমা মুক্তি পেয়েছে শাকিব খানেরতো চলুন শুরু করা যাক শাকিব খানের সিনেমাগুলো দিয়ে

রাজকুমার:

২০২৩ সালের বিশাল হিট প্রিয়তমা সিনেমার রেশ না কাটতেই ২০২৪ সালের ঈদুল ফিতরে দেশব্যাপী ১২৭ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকা যাত্রার গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। প্রিয়তমা চলচ্চিত্রের দারুণ সফলতার পর শাকিব খান, হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের দ্বিতীয় প্রয়াস রাজকুমার। সিনেমাটিতে মূখ্য চরিত্র শাকিব খানের সাথে নায়িকা হিসেবে ছিলো আমেরিকান মডেল এবং অভিনেত্রী  কোর্টনি কফি। প্রায় ৮ কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি আয় করেছে ২৬ কোটি টাকা। খুব বেশি প্রচারণা না হলেও সিনেমাটির আয় সন্তোষজনক বলে জানান প্রযোজক আরশাদ আদনান।

তুফান:

নির্মাতা রায়হান রাফি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ব্যবসায় সফল পরিচালকদের একজন। শাকিব খানের সাথে নিজের প্রথম সিনেমাতেই সব ধরনের দর্শকের পছন্দের তালিকায় উঠে এসেছেন ‘পরাণ’ খ্যাত নির্মাতা তুফানের গল্পটা মূলত নব্বই দশকের বাংলাদেশের একজন গ্যাংস্টারকে ঘিরে আবর্তিত হয়েছে। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে শাকিব খানের পাশাপাশি কলকাতার মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী দুর্দান্ত অভিনয় করেছেন।

তুফান সিনেমার কাহিনী, চিত্রনাট্য, ভিএফএক্স, সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং সিনেমাটিকে তথাগত অন্যান্য বাংলা সিমেমার থেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। পাশাপাশি সিনেমাটির “দুষ্ট কোকিল” এবং “লাগে উরাধুরা” গান দু’টি পুরো দেশজুড়ে মানুষের মুখে মুখে হয়ে যায়। প্রায় ১০ কোটি টাকা বাজেটে নির্মিত তুফান সিনেমা ৫৬ কোটি টাকা ইনকাম করে বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে।

দরদ:

বছরের শেষের দিকে মুক্তি পায় শাকিব খানের আরও একটি সিনেমা। নাম দরদ। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় পরিচালক অনন্য মামুন নির্মাণ করেন সিনেমাটি। এটি মূলত সাইকোলজিক্যাল রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমা। যেখানে দুলাল ওরফে দুলু মিয়ার চরিত্রে একজন অটোচালক হিসেবে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন শাকিব খান। আর ঢালিউড মেগাস্টারের নায়িকা হিসেবে ছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

দরদ সিনেমার প্রচারণা নিয়ে সমালোচিত হয়েছেন অনন্য মামুন। অনেকের মতেই সিনেমাটি আরও ভালো ভাবে উপস্থাপন করা যেত। যা খানিকটাই শাকিবে কাঁধে ভর করে চালিয়ে নেওয়া যাবে বলে পরিচালক দায়সাড়া ভাবে কাজ করে গেছেন- এমনটাই ভাবছেন শাকিবিয়ানরা।

এবার কথা বলা যাক ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমা নিয়ে।

সোনার চর:

জায়েদ খান। সবসময় আলোচনার চেয়েও সমালোচনায় বেশি থাকেন এই নায়ক। চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় জায়েদ খানের নতুন সিনেমা সোনার চর। এতে পঁচাত্তর পরবর্তী সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প আবর্তিত হয়েছে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছে জায়েদ খান ও তার বিপরীতে অভিনয় করেছে নবীন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।

 কাজলরেখা:

চারশো বছর আগে বাংলার রুপকথা ময়মনসিংহ গীতিকার কাজল রেখার অংশটি নিয়ে সিনেমাটি নির্মাণ করেন মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। নির্মাতার প্রায় ১২ বছর গবেষণার ফল ‘কাজল্রেখা’। সিনেমাটি চলতি বছর ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াথ রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, ইরেশ যাকের সহ এক ঝাক তরুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরি এই কাজলরেখা সিনেমাটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।

দেয়ালের দেশ:

অনুদানের সিনেমা মানেই ক্লান্তিকর, একঘেয়ে আর যাচ্ছে তা- এমনটাই ভাবেন অনেকে।সরকারি অনুদানের এই প্রথাগত চিন্তা ভেঙে দিয়েছে তরণ নির্মাতা মিশুক মনির। দেয়ালের দেশ নামে জীবনের প্রথম সিনেমা বানিয়ে বাজিমাত করেছেন এই নির্মাতা, যা দর্শকরা নিজেরাই পছন্দ করে বলেছেন প্রতিক্রিয়া জানাতে। সিনেমাটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। সিনেমার কাহিনীতে দেখা যায় ভালোবাসার মানুষ না হওয়ার কে একদিন মর্গে আবিষ্কার করেন বৈশাখ। সেখান থেকেই অতীত ও বর্তমানের মিশ্রণে এগিয়ে চলে মিশুক মনির দেয়ালের দেশ। নেতিবাচক সকল খবরের মাঝে এই সিনেমা দিয়ে সফল ভাবে কামব্যাক করেন শরিফুল রাজ। 

ওমর:

দীর্ঘদিন পর চলতি বছরে নতুন সিনেমা নিয়ে আসেন পরিচালক মোস্তফা কামাল রাজ। নাম ওমর। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নাসির উদ্দিন খান ও দর্শনা বণিক। কথা সাহিত্যিক নির্মাতা হুমায়ূন আহমেদ এবং নায়ক প্রযোজক মান্না উৎসর্গ করা মোস্তফা কামাল রাজা ষষ্ঠ ছবি ওমর। অসংগতি আর কিছু প্রশ্নের উত্তর না মেলা এক ছবি ওমর। যার মুক্তির পর বিশ্বব্যাপী ছক্কা মারেন দুই রাজ।

লিপস্টিক:

ক্রাইম থ্রিলার সিনেমা নির্মানের স্রোতে চলতি বছর তরুণ নির্মাতা কামরুজ্জামান রোমান বানিয়েছেন তার প্রথম সিনেমা লিপস্টিক। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। গ্রামের সাধারণ মেয়ে বুচির পরবর্তী সময়ে ফিল্ম সুপারস্টার মাধুরী হয়ে উঠার গল্প নিয়েই ছবির মূল প্লট। যার পড়াতে পড়াতে রয়েছে ভালোবাসা, বঞ্চনা, স্বপ্নজাতনা, প্রেম, বিয়ে, প্রতিহিংসা, প্রতিশোধ, ও খুন।

গ্রিন কার্ড:

চলচ্চিত্রকার কাজী হায়াতের ছেলে নায়ক কাজী মারুফ দীর্ঘদিন ধরেই সিনেমার বাইরে ছিলেন। তবে এবার ২০২৪ এ করলেন কামব্যাক। ঈদুল ফিতরে মুক্তিপেলো তার নতুন সিনেমা গ্রিন কার্ড। মারুফের দাবিতে এটিই প্রথম বাংলা সিনেমা যার সম্পূর্ণ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। মূলত যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবন নিয়ে নির্মিত এই সিনেমা। সিনেমায় মারুফের বিপরীতে অভিনয় করেছে আমেরিকা বসবাসরত বাংলাদেশের মডেল নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দ। যদিও প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমাটি সুপার ডুপার ফ্লপ হয়ে মুক্তি মাত্র তিন দিনের মাথায় মাল্টিপ্লেক্স থেকে নেমে যায়।

মোনা জ্বীন-২:

২০২৩ সালের পর এবার ২০২৪ সালে মোনা:জ্বীন-২ নামে আরেকটি হরর সিনেমা মুক্তি দেয় জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার প্রমুখ। সিনেমার পটভূমিতে দেখা যায় জামালপুরের এক লোকের বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসা কে ভাড়া দেয়। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জ্বীনের উৎপাতে সেই বাড়িটি ছেড়ে দেয়। এরপর কারা ভাড়া নিয়েছিলো সেই বাড়ি টি আর কি কি ঘটেছিলো তাদের সাথে। সিনামাটির প্রচারণায় জাজ ঘোষণা দেয়, যদি কেউ একা সিনেমাহলে এই সিনেমাটি দেখতে পারে ২ লাখ টাকা পুরষ্কার পাবে। আর এই ঘোষণা নিয়ে পুরো দেশজুড়ে শুরু হয় আলোচনা, সমালোচনা। এক্সাক্ট নির্মাণ ব্যয় না জানা গেলেও এই সিনেমাটি আয় করেছে প্রায় এক কোটি ৪ লাখ টাকা

এছাড়াও সম্প্রতি মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা। তার মধ্যে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত মেহজাবিনের প্রথম সিনেমা প্রিয় মালতী, ইরফান সাজ্জাদের প্রথম সিনেমা ভয়াল, মোস্তফা সারোয়ার ফারুকীর ৮৪০ উল্লেখযোগ্য। এছাড়াও মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে আরও কিছু ভালো সিনেমা। যদিও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে কিছুটা টালমাটাল ছিল দেশের চলচ্চিত্র জগত। বছরের শেষদিকে মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে আরেকবার ফিরে দেখা হবে ২০২৫ সালের শুরুতেই। এরই মধ্যে শাকিব খান আফরান নিশো জানান দিয়েছেন নতুন ছবির। তাণ্ডব নিয়ে আসছেন রায়হান রাফিও। তাই চলতে থাকবে চিত্রালীরও বিশেষ আয়োজন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
Exit mobile version