ভালো নেই একসময়ের মঞ্চ ও টেলিভিশন নাটকের ব্যস্ত অভিনেত্রী রওশন আরা হোসেন। গুরুতর পারকিনসনস রোগে ভুগছেন তিনি। ২৪ সেপ্টেবর অভিনয়শিল্পীর অসুস্থতার খবরটি নিশ্চিত করেছে তার ছেলে তাশফিন হোসেন।
বর্ষীয়ান অভিনেত্রী রওশন আরা বর্তমানে কানাডা ও যুক্তরাষ্ট্রে দুই ছেলে-মেয়ের কাছে মিলিয়ে বসবাস করেন। গণমাধ্যমের সাথে আলাপে কানাডার ক্যালগ্যারিতে থাকা অভিনেত্রীর ছেলে জানিয়েছেন, ‘আম্মার শরীরটা মোটেও ভালো নয়। খুবই খারাপ। আম্মা পারকিনসনস রোগে ভুগছেন দুই বছরের বেশি সময় ধরে। ভালো করে কথা বলতে পারেন না। চলতে তো পারেনই না।’
ভালো নেই রওশন আরা হোসেনের স্বামী অভিনয়শিল্পী জামালউদ্দিন হোসেনও। বাবার শারীরিক অবস্থা জানিয়েছে তাশফিন হোসেন জানান, ‘বাবা বর্তমানে কানাডার ক্যালগ্যারির রকি ভিউ হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন। গেল বুধবার (১৮ সেপ্টেম্বর) আমার কাছে বেড়াতে আছেন বাবা-মা। এর মাঝে বাবা হঠাৎ অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এবং পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানিয়েছেন বাবা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবে শ্বাস–প্রশ্বাস নিতে পারছেন না।’
তাশফিন জানান, ‘বাবার বয়স এখন ৮১। এর আগেও তার দুইবার স্ট্রোক হয়েছে। আসলে কোভিডের সময় আব্বার প্রোস্টেট ক্যানসার হয়েছিল। ওইটার পর থেকে আব্বাকে দেখছি না যে তিনি একটানা বেশ কয়েক দিন ভালো থাকছেন। কিছুদিন পরপরই তিনি অসুস্থ হয়ে পড়ছেন।’
উল্লেখ্য, অভিনয়শিল্পী রওশন আরা হোসেনের স্বামী দেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের একসময়ের ব্যস্ত অভিনয়শিল্পী জামালউদ্দিন হোসেন। এই অভিনয়শিল্পী দম্পতি একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন।