বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন। তবে মনোনীত তালিকায় অভিনেত্রীদের কারও নাম নেই।
আছেন কেবল তারানা হালিম।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে টাঙ্গাইল থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
তারানা হালিম ২০০৯ সালে প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে প্রথম নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এবার অনেক অভিনেত্রী সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পত্র কিনেছিলেন। সেই কাতারে ছিলেন নায়িকা অপু বিশ্বাস, নিপুণ, সাবা, ঊর্মিলা সহ আরও অনেকে। তবে সবাইকে পিছনে ফেলে জয়ী হলেন তারানা হালিমই।