২০ নভেম্বর হঠাৎ-ই ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে দেখা গেছে অভিনেত্রী তানজিন তিশাকে। জানা গেছে, এই সময় তিনি দেখা করেছেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন কার্যালয়ের এক কর্মকর্তা।
তবে কি কারণে তার এই সাক্ষাৎ? এই ব্যাপারে জানা না গেলেও ধারণা করা হচ্ছে তানজিন তার ব্যক্তিগত সমস্যা নিয়ে কথাবার্তা বলতেই গিয়েছিলেন ডিবি কার্যালয়ে।
উল্লেখ্য যে, ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ১৫ নভেম্বর হঠাৎ-ই অসুস্থ হয়ে পড়েছিলেন। গুঞ্জন উঠে, ঘুমের ওষুধ খেয়ে আ’ত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তিনি। পরদিন সুস্থ হয়েই ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়ে, তারপর লাইভে এসে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। পরিষ্কারভাবে জানিয়ে দেন যে তিনি ঘুমের ওষুধ সেবন করেছেন কেবল মাত্র অসুস্থতার কারণে। আ’ত্মহত্যা করার চেষ্টা ছিল না তার।
তবে ততক্ষণে তোলপাড় মিডিয়া। সব সংবাদমাধ্যমের শিরোনামে তানজিন তিশা। তার সাথে জুড়েছে ছোট পর্দার আরেক অভিনেতার নাম- মুশফিক আর ফারহান।
অতঃপর অভিনেত্রীর অসুস্থতার মধ্যে এমন খবর প্রচার করে মিথ্যাচারের অভিযোগ তুলে সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন এই অভিনেত্রী। প্রতিবাদে গণমাধ্যমকর্মীরা সরব হলে পরবর্তীতে তিশা ক্ষমাও চেয়েছেন সকলের কাছে।
এসবেই মধ্যেই হঠাৎ তানজিনকে ডিবি কার্যালয়ে দেখা যাওয়ায় প্রশ্ন থেকেই যাচ্ছে, ব্যক্তিগত বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতেই কি তাহলে এই সাক্ষাৎ? নাকি এর পেছনে আছে অন্য কোনও কারণ? সময়ই বলে দিবে সব।