Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪
Your Image

‘কেন্দে দিয়েছি’ বলে ট্রল, আইনি ব্যবস্থা নেবেন লুবাবার মা

সিমরিন লুবাবা ও আব্দুল কাদের । ছবি: ফেসবুক

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে শিশুশিল্পী সিমরিন লুবাবাকে নিয়ে একটি ভিডিও। এরপর থেকেই একের পর এক ট্রল হচ্ছে তাকে নিয়ে। বিষয়টি নিয়ে এবার সরব হলেন লুবাবার মা জাহিদা ইসলাম। মেয়েকে নিয়ে ট্রলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবেন তিনি।

লুবাবা হলেন প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি। দাদার কারণে ও শিশুশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা আছে তার। সোশ্যাল মিডিয়াতেও পপুলার তিনি। কিন্তু কিছুদিন ধরে তিনি আলোচনা-সমালোচনায় বারবার আসছেন তার ভাইরাল হওয়া এক বক্তব্যের কারণে। কিছুদিন আগে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হন এই শিশুশিল্পী। সেখানেই গণমাধ্যম ও কনটেন্ট ক্রিয়েটরদের সাথে কথা বলার এক পর্যায়ে লুবাবা বলেন ‘কেন্দে দিয়েছি’। ব্যস, ‘কেঁদে দিয়েছি’-র বদলে ‘কেন্দে দিয়েছি’ বলেই ট্রলারদের নজরে পড়েন তিনি। ভাইরাল হয় তার ‘কেন্দে দিয়েছি’ বলা ভিডিও। এটি নিয়ে ট্রল করছেন নেটিজেনদেন অনেকেই। এমনকি সোশ্যাল মিডিয়ায় তার নামে খোলা হচ্ছে অনেক ফেইক অ্যাকাউন্টও।

বিষয়টি নিয়ে লুবাবার মা জাহিদা জানান, “সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেব। আমি ডেঙ্গুতে আক্রান্ত বলে সময় নিচ্ছি। সুস্থ হলে হারুন সাহেবের (অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ) সঙ্গে কথা বলব। কারণ এটা আমার সন্তানের জন্য সমস্যার সৃষ্টি করছে।”

আর বহু ফেইক অ্যাকাউন্ট প্রসঙ্গে তিনি যোগ করেন, “লুবাবার নামে প্রচুর ফেইক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। ও টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।”

জাহিদা আরও জানান, “লুবাবাও বলেছে, মাম্মি, আমরা হারুন আংকেলের কাছে যাব। এটা নিয়ে তার সঙ্গে কথা বলব।”

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মীর মুগ্ধকে নিয়ে আসছে প্রামাণ্যচিত্র

কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী মীর মাহফুজুর রহমান মুগ্ধ শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করতে গিয়ে পুলিশের…

পৃথিবীর সব থেকে বড় অপরাধ গরিব হওয়া: দেব

২৯ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘টেক্কা’ সিনেমার ট্রেইলার। যেখানে বিশেষ ভাবে নজর কেড়েছে…
0
Share