মায়ের কথায় মাছ- মাংস খাওয়া ছেড়েছিলেন অক্ষয় কুমার।
তবে স্বাস্থ্য বা ধার্মিক দিক বিবেচনা করে নয়, অভিনয়ের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ।
অক্ষয় ‘ও মাই গড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে সিনেমা হলে হাজির হতে যাচ্ছেন । ছবিটির মাধ্যমে কৃষ্ণ হয়ে বড় পর্দায় ধরা দিবেন তিনি।
অনেকেই হয়ত জানেন না অক্ষয়ের মা ভগবান কৃষ্ণের উপাসনা করেন । আর তাই ছেলেকে তার চরিত্রে অভিনয়ের আগে অক্ষয়কে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শকে ধারণ করার উপদেশ দেন অভিনেতার মা।
মায়ের কথা ফেলে দিতে পারেননি অক্ষয়। আর তাই বড় পর্দায় কৃষ্ণ হয়ে ধরা দেওয়ার আগে কিছুদিনের জন্য নিরামিষভোজী হয়ে গিয়েছিলেন ‘খিলাড়ি কুমার’।
কমেডি ঘরানার ছবিটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন ইয়ামি গৌতম ও পঙ্কজ ত্রিপাঠির মত তারকারা। সিনেমাটি ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।