মুখে মাস্ক, মাথায় ক্যাপ ও চোখে সানগ্লাস পড়ে থাকলেও পাপারাজ্জিদের চোখ এড়ানো মুশকিল। বলিউড অভিনেত্রী কৃতি স্যানন এভাবেই একটু গোপন করতে চাইলেন নিজেকে কারণ সাথে যে কালো ছিমছাম টি-শার্ট পড়া এক যুবক তার সাথে।
কৃতি স্যানন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত থেকে প্রভাস, একাধিক অভিনেতার সঙ্গে নিজের নাম জড়িয়েছেন। মাঝে আবার বেশ কয়েক দিন একাকিনী হয়েও ঘুরেছেন। তবে এবার কৃতির জীবনে নতুন বসন্ত। কয়েক মাস ধরেই নতুন সম্পর্কে কৃতি।
যুক্তরাজ্যের কোটিপতি ব্যবসায়ীর প্রেমে পড়েছেন বলে গুঞ্জন রয়েছে এই অভিনেত্রীর নামে। নায়িকার গুঞ্জন প্রেমিকের নাম কবীর বাহিয়া। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ এই নামজাদা ব্যবসায়ী। প্রায়ই একসঙ্গে ঘুরছেন ফিরছেন দুজন। এবার দিল্লি বিমানবন্দরেও দেখা মিলল প্রেমিকের সঙ্গে।
গত ১৫ ফেব্রুয়ারি কৃতি স্যানন এবং কবীর বাহিয়াকে সম্প্রতি বিমানবন্দরে একসঙ্গে দেখা গেছে। মাস্কে মুখ ঢেকে, ক্যাপ ও সানগ্লাস পরা সাথে সাদা টপ, নীল ডেনিম এবং কালো জ্যাকেটে বেশ স্টাইলিশ দেখাচ্ছিল অভিনেত্রীকে। অন্যদিকে কবীরকে একটি কালো ছিমছাম টি-শার্টে দেখা গেছে। সঙ্গে পরেছিলেন ম্যাচিং প্যান্ট ও জুতা। এভাবেই দুজনে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়।
টাইমস নাওয়ের প্রতিবেদন অনুসারে, কবীরের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতেই দিল্লিতে গিয়েছিলেন কৃতি। আর সেটাই তাদের প্রেমের ও বিয়ের জল্পনা বাড়িয়ে দিয়েছে নেটিযেন ও বিনোদনজগতে।