২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। এবারের আয়োজনে একসাথে গান করেছেন গুরু-শিষ্য কুদ্দুস বয়াতি ও ইসলাম উদ্দিন পালাকার।
‘ইত্যাদি’র এবারের আসর বসে নেত্রকোণায়। মঞ্চ নির্মাণ করা হয় বিজয়পুরের সাদামাটির পাহাড়ের সামনে। সেই মঞ্চেই উপস্থিত হয়ে দর্শকদের মাতিয়েছেন এই গুরু-শিষ্য। নিজেদের সুপরিচিত স্টাইলে নেত্রকোণা অঞ্চলের দুটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। আর গানটির সংগীতায়োজনে ছিল মেহেদি।
পাঁচ ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ ছেলে ইসলাম উদ্দিন পালাকার। সকল বাবাদের মত তার বাবা রবিউল্লাহও চাইতেন ছেলেরা দায়িত্ব নিবেন তার সংসারের। কিন্তু গানের প্রতি ঝোঁক থাকায় ইসলাম গাইতো গুনগুন করে গান, ছুটে চলে যেতো গানের আসর বসলেই। ফলশ্রুতিতে তিনি যাত্রাপালায় নাম লেখায় ১২ বছর বয়সেই।
এক সময় তিনি শিষ্য হয়ে আশ্রয় নেন পালাগানের বিখ্যাত শিল্পী কুদ্দুস বয়াতীর বাড়িতে। তারপর পালাগানের সাথে যুক্ত হন তিনি। দেশ-বিদেশে সুনাম অর্জন করে তিনি হয়ে ওঠেন বিখ্যাত। সর্বশেষ কোক স্টুডিও বাংলায় ‘দেওরা’ গান উপহার দিয়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন দেশ ও দেশের বাইরেও।
তবে কানাঘুষা ছিল গুরু কুদ্দুসের সাথে শিষ্য ইসলামের কিছুটা দূরত্ব সৃষ্টি হয়। যদিও এই বিষয়ে তারা কখনো কাদা ছোঁড়াছুড়ি না করে নিজেদের মত গান চর্চায়ই ব্যস্ত ছিলেন।
এবার হানিফ সংকেতের বদৌলতে পালাগানের এই দুই কিংবদন্তি ধরা দিলেন এক মঞ্চে। এভাবেই অনেক দর্শকদের দুই কিংবদন্তি শিল্পীকে একসাথে পারফর্ম করতে দেখার মনের বাসনা হলো পূরণ।