-মোঃ অলিউর রহমান-
করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ গানটি কার না মনে আছে? ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির টাইটেল ট্র্যাকটি এখনও ঠোঁটের ডগায় থাকে সিনেমা প্রেমীদের।
কিন্তু অনেকেরই জানা নেই গানটির আসল রচয়িতার নাম।
গানটি লিখেছিলেন ‘মহব্বতে’ খ্যাত তারকা যুগল হংসরাজ। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির পরিচালক করণ জোহর অভিনেতার খুব ভাল বন্ধু ছিলেন।
তাই ছবির স্ক্রিপ্ট কেমন হয়েছে তা জানার জন্য যুগলের কাছে হাজির হন করণ। চিত্রনাট্যটি অভিনেতার এতই মনে ধরে যায় যে তিনি সারারাত এটা নিয়ে চিন্তাভাবনা করতে থাকেন। যুগল ‘কুছ কুছ হোতা হ্যায়’ শব্দযুগল ব্যবহার করে একটি গান লিখে ফেলেন এবং তার ডিক্টাফোনে রেকর্ড করে পরেরদিন তার বন্ধু করণকে শোনান।
করণের গানটি এতই ভাল লেগে যায় যে ছবির টাইটেল ট্র্যাক হিসেবে গানটি ব্যবহার করার সিদ্ধান্ত নেন পরিচালক।
যতীন ললিত জুটি পরবর্তীতে গানটি কম্পোজিশনও করেন। টাইটেল ট্র্যাকটির কারণে ছবিটি রাতারাতি দর্শকদের মাঝে হিট হয়ে যায়।
অবশ্য রেকোর্ডিং-এর সময় কথা আর সুর কিছুটা এদিক সেদিক করেন পরিচালক ও সঙ্গীত পরিচালক।
সম্প্রতি কপিল শর্মা শোতে এসে বিষয়টি নিয়ে আলাপও করেন যুগল।
১৯৮৩ সালে শেখর কাপুরের ‘মাসুম’ সিনেমার মাধ্যমে মাত্র ১০ বছর বয়সে বড় পর্দায় অভিষেক ঘটে অভিনেতার। এক সময়ে হাতে ৪০টির মত সিনেমা থাকলেও চলচ্চিত্রে নিজের পা জমাতে ব্যর্থ হন যুগল। অভিনেতা সম্প্রতি শিব শাস্ত্রী বালবোয়ার মাধ্যমে অভিনয় জীবনে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন।