কোথাও ভিন্নধর্মী কোনো আয়োজন হলে সেখানে সচরাচরই দেখা মেলে হালের জনপ্রিয় তারকা প্রীতম হাসানের। এবার তাকে দেখা গেলো কমপিউটার কি-বোর্ড নিয়ে অন্যরকম এক আয়োজনে।
অনুষ্ঠিত হয়ে গেলো ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৩’। ভেন্যু- ঢাকার আগারগাঁওয়ে আইডিবি ভবনে অবস্থিত বিসিএস কমপিউটার সিটি। সেখানে আয়োজন করা হয় ‘কিব শোডাউন’-এর। এই আয়োজনেই যোগ দেন প্রীতম। তার সাথে আরও দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটর সালমান সাদিকে।
সালমান সাদি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অনুষ্ঠানটিতে যোগ দেওয়া প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে একটি সেলফি শেয়ার করেন। সেলফিটি তুলেছেন স্বয়ং প্রীতম। এই সংগীতশিল্পী ও সাদি ছাড়াও ছবিতে ছিল আরও অনেকেই।
সাধারণত যে ধরণের কি-বোর্ড দেখে মানুষ অভ্যস্ত এই আয়োজনে ছিল না তেমন। নানা রঙ ও ঢঙের কি-বোর্ড দিয়ে সাজানো ছিল মেলার টেবিল জুড়ে। আর এগুলো নান্দনিক রূপে সাজিয়েছেন কি-বোর্ডের মালিকরাই। কার কি-বোর্ড কতটা নান্দনিক? কিংবা কতটা গোছানো? ‘কাস্টোমাইজড’ পরিবেশনের উপর ভিত্তি করেই আয়োজিত হয়েছে এই ‘কিব শোডাউন’।
কি-বোর্ড নিয়ে প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেন ৪০ জন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ছয় হাজার টাকা। আর দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ছিল যথাক্রমে চার হাজার টাকা ও একটি বেয়ারবোনস কিবোর্ড কিট।
‘কিব শোডাউন’-এ প্রথম স্থান অর্জন করেছেন জুবায়ের ইউ. হায়দার। দ্বিতীয় স্থানে ছিলেন ভুবন আহমেদ এবং যৌথভাবে অরনিব আহমেদ ও মাহমুজ সাফিন হয়েছেন তৃতীয়। কি-বোর্ডের ভিন্নরকম মেলাটির আয়োজন করে মেকাবার্ডস বিডি এবং পিসি বিল্ডার গ্রুপ।
এমন আয়োজন আরও অনেক করা হবে বলে আশা করেন বিনোদনপ্রেমী দর্শকরাও। কেননা এতে আরও বেশী মেলবন্ধন ঘটবে ‘টেক এন্থুসিয়াস্ট’-দের সাথে বিনোদন অঙ্গনের।