ঢালিউডের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। যিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। এছাড়াও ডিপজল ঢাকার গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল ‘পর্বত’-এর মালিক। হলটি নিয়ে অভিনেতা সম্প্রতি জানালেন নতুন তথ্য।
অনেকদিন থেকেই বন্ধ ছিল ‘পর্বত’ সিনেমা হল। এই হলটি এবার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। হলের জায়গায় নাকি মার্কেট তৈরি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।
যেখানে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় ডিপজল আশ্বাস দিয়েছিলেন হল-সংকট দূর করার। সেখানে নিজে যে হলের মালিক, সেই হলই ভেঙে ফেলার খবরে আবারও সমালোচনার শিকার তিনি।
তবে বিষয়টি নিয়ে ডিপজল জানান, ‘পর্বত সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকবে। সেখানে তিনটি হল নিয়ে তৈরি হবে মাল্টিপ্লেক্স।‘
অর্থাৎ, হল ভেঙে মার্কেট তৈরি করা হলেও সিনেপ্রেমীদের নিরাশ করবেন না বলেই আশ্বাস দিয়েছেন ডিপজল। এবার দেখার পালা পরিকল্পনার বাস্তবায়ন কিভাবে করবেন তিনি।