Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

কিভাবে বাবুলালের নাম হয় ‘জাম্বু’?  

দেশী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ জাম্বু। যার আসল নাম বাবুলাল। সত্তর, আশি ও নব্বই দশকের মানুষের কাছে জাম্বু এক বিস্ময়কর অভিনেতা। শুধু মুখের অভিব্যক্তি আর দীর্ঘদেহের অবয়ব দিয়েই যিনি ভয় তৈরি করতে পারতেন দর্শকহৃদয়ে। নির্মম, নিষ্ঠুর দৃশগুলোকে সুনিপুণ ও বাস্তবসম্মতভাবে চলচ্চিত্রে তুলে ধরতেন এই অভিনেতা। সিনেমায় নায়কদের শত্রুতো থাকতেনই, দর্শকদেরও অন্যতম শত্রু হয়ে উঠতেন জাম্বু। কেননা চলচ্চিত্রে যে নির্মম হত্যাযজ্ঞ চালাতেন আর নায়ককে মেরে তক্তা বানাতেন তাতেই শত্রু বনে জেতেন এই নায়ক। কারন নায়কের শত্রু মানে সবার শত্রু, নায়িকার শত্রু মানে সব চলচ্চিত্রপ্রেমীর শত্রু। কিন্তু যখন সত্যিই এই জাম্বু ২০০৪ সালের ৩ মে মারা যান, তখন তিন দশকের চলচ্চিত্রপ্রেমীরা আসলে হারিয়ে ফেলেন এক প্রিয় মুখকে।

কিন্তু বাবুলাল কিভাবে জাম্বু হয়ে উঠলেন? বা কবে তার নাম জাম্বু হল? মূলত  জাম্বুর নামটি দিয়েছিলেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। চলচ্চিত্রের পর্দায় তিনিই জাম্বুকে নিয়ে আসেন। গণমাধ্যমের সাথে আলাপকালে ঝন্টু জাম্বুকে চলচ্চিত্রে নিয়ে আসার গল্পটা জানালেন। বললেন, ‘সেটা ১৯৭২ সালের ঘটনা। আমি তখন পপুলার স্টুডিওতে লিডার সিনেমার শুটিং করছিলাম। পপুলার স্টুডিওটা নারায়ণগঞ্জ যাওয়ার আগে। এটা বাংলাদেশের প্রথম পরিচালক আব্দুল জব্বার খানের স্টুডিও ছিল। তো শুটিং চলাকালীন দেখি একটা ছেলে আসছে লম্বা-চওড়া। জিজ্ঞেস করলাম নাম কী? বলল, বাবুলাল। জিজ্ঞেস করলাম, অভিনয় করবে? সে বলল, হ্যাঁ করব। আমি তখন বললাম শর্ত রয়েছে…।’

গল্পের এই পর্যায়ে দেলোয়ার জাহান ঝন্টু ফের ১৯৭২ সালে ফিরে গেলেন। সদ্য মুক্তিযুদ্ধ শেষ হওয়া দেশের সংস্কৃতি পুনর্নির্মাণ কাজে ব্যস্ত। হয়তো সে দৃশ্য আরো চোখের সামনে এনে পরিষ্কারভাবে দেখতে চাইলেন। বললেন, ‘আসলে মারপিটের একটা দৃশ্য আছে। বিপরীত দলে বাবুলালের মতো একটা ছেলে থাকলে ভালো হয়। আমি ওকে শর্ত দিলাম, মাথা ন্যাড়া করে অভিনয় করতে হবে। সে বলল, তা-ই করবে। এরপর মাথা ন্যাড়া করে দিলাম। সত্যি তাকে এবার দেখতে বড়সড় একজন মাস্তানের মতোই লাগছিল। আমি ওর নাম দিলাম জাম্বু।’ জাম্বু নামটি কেন দেওয়া হলো এ প্রশ্ন করতেই ঝন্টু বললেন, ‘বড় বিমানকে বলা হয় জাম্বো জেট। আর বাবুলাল দেখতেও বেশ বড়সড় ছিল। নামটা সে ভালোভাবেই গ্রহণ করল। এই নামটাই ফিল্মে ছড়িয়ে পড়ল।’ বিভিন্ন তথ্যসূত্র বলছে, বাবুলাল বা জাম্বুর আদিনিবাস দিনাজপুরের পার্বতীপুরের সুইপার কলোনিতে। সেখানে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন তিনি। রেলওয়ে অধ্যুষিত ওই শহরে বাবুলালের পূর্বপুরুষ এসেছিলেন ভারতের কোনো এক রাজ্য থেকে। রেলের শহরের কারণেই সেখানে গড়ে ওঠে সুইপার কলোনি। স্থানীয় ভাষায় মেথরপট্টিও বলা হয়। 

বাবুলাল পার্বতীপুর থেকে ঢাকায় চলে আসেন। কাজ নেন পিলখানায়। তারপরেই আসেন সিনেমায়।  বলা হয়, পর্দায় তার সবচেয়ে বেশি জমতো নায়ক জসিমের সঙ্গে। সাদাকালো সময় থেকে শুরু করে রঙিন পর্যন্ত দাপটের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।

জাম্বু অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে-‘সাগর ভাসা’, ‘এক মুঠো ভাত’, ‘রক্তের দাগ’, ‘শীষনাগ’, ‘সেলিম জাভেদ’, ‘হাসান তারেক’, ‘নির্দোষ’, ‘মোহাম্মদ আলী’, ‘ধর্ম আমার মা’, ‘ডাকাত’, ‘নবাব’, ‘রাস্তা’, ‘রাস্তার রাজা’, ‘রকি’, ‘আত্মরক্ষা’, ‘পরিবার’, ‘সন্ত্রাস’, ‘অতিক্রম’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘উত্থান পতন’, ‘নয়নমণি’, ‘হাবিলদার’, ‘বিজয়’, ‘ঝুমুর’, ‘গোলাবারুদ’, ‘বাঘা বাঘিনী’, ‘সমর’, ‘অপরাজিত নায়ক’, ‘আপোষ’, ‘বিজলী তুফান’, ‘মাটির ফুল’, ‘পালকি’, ‘রুবেল আমার নাম’, ‘আঁচল বন্দী’, ‘টাইগার’, ‘বনের রাজা টারজান’, ‘হিরো’, ‘রাজাবাবু’, ‘নয়া লায়লা নয়া মজনু’, ‘শিকার’, ‘শত্রু ধ্বংস’, ‘আত্মত্যাগ’, ‘ঘাতক’, ‘কালিয়া’, ‘বন্ধু’, ‘সাজা’, ‘দোস্ত দুশমন’, ‘রাখাল রাজা’, ‘নয়নের আলো’, ‘বজ্রপাত’, ‘খুনের বদলা’, ‘অঙ্গার’, ‘বিপ্লব’, ‘যোদ্ধা’, ‘অভিযান’, ‘উসিলা’, ‘নিষ্পাপ’, ‘অমর’, ‘মৃত্যুদণ্ড’, ‘জ্যোতি’, ‘সাথী’, ‘মূর্খ মানব’, ‘দেনমোহর’, ‘প্রেম দিওয়ানা’, ‘চাকর’, ‘ববি’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘দায়ী কে’, ‘মিস লংকা’, ‘সাগরিকা’, ‘নির্মম’ ইত্যাদি।

২০০৪ সালে মারা যান চলচ্চিত্রের আলোচিত অভিনেতা। ৩ মে বাবুলাল ওরফে জাম্বুর প্রয়াণ দিবস ছিল। নিরবেই কেটে গেছে দিনটি। চলচ্চিত্রের কোনো সংস্থা থেকে  স্মরণ করা হয়নি এই দাপুটে অভিনেতাকে। 

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বঙ্গতে মুক্তি পেল প্রেম-প্রতিশোধের ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’   

আজ ৮ মে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পেল সারাহ আলম- শ্যামল মাওলা অভিনীত ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। প্রেম আর…

সব যুদ্ধ ‘স্পনসর’ করা! আমি প্রমাণ করে দেব: নচিকেতা

ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার সূত্রধরে মঙ্গলবার ৭ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। ভারত এই…

হামলায় প্রাণ গেল ফিলিস্তিনের শিশুশিল্পী হাসান আয়াদের

“যে শিশুটি মৃত্যুর গান গেয়েছিল, সে এখন যোগ দিয়েছে তার শোকগ্রস্তদের সাথে – তার বিদায় ছিল তার কথার মতোই…

ভারতের আক্রমনকে কাপুরুষতা বললেন পাকিস্তানী তারকারা

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি হয়। এর…
Exit mobile version