বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের পরামর্শ অনুসারে, শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি আজ মঙ্গলবার পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়েছে। দুপুর ১২টা থেকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটি পুনরায় পর্যালোচনা করছেন। সব কিছু ঠিক থাকলে আজই ছাড়পত্র পাওয়া সম্ভব।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আবদুল জলিল গণমাধ্যমকে জানান, ‘আমরা গতকাল চলচ্চিত্রটির কিছু দৃশ্যে আপত্তি জানিয়ে পর্যালোচনা দিয়েছিলাম। আজ সেই অনুযায়ী সংশোধিত সিনেমাটি আবার আমাদের কাছে জমা পড়েছে। বোর্ডের সদস্যরা ইতোমধ্যেই সিনেমাটি দেখেছেন এবং বিকেলে আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব।’
এদিকে, শাকিব খানের কিছু ভক্ত সকাল থেকেই চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন, এবং নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সেখানে উপস্থিত ছিলেন।
‘বরবাদ’ সিনেমার প্রচারণা ছিল একেবারে চূড়ান্ত পর্যায়ে—মোশন পোস্টার, চরিত্র লুক, টিজার, গান—সবকিছুই প্রকাশিত হয়েছে। ঈদে মুক্তির জন্য প্রস্তুত ‘বরবাদ’ ছবিটি হঠাৎই একটি অনিশ্চয়তার মুখে পড়েছিল। জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিপত্র না পাওয়া পর্যন্ত ছবিটি ছাড়পত্রের জন্য জমা দেওয়া যাবে না। তবে, মন্ত্রণালয়ের অনুমতিপত্র পাওয়ার পর ছবিটি সোমবার সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়।
সিনেমাটি সোমবার পর্যালোচনা করার পর কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানানো হয় এবং সংশোধন করার পর আজ তা পুনরায় জমা দেওয়া হয়।
‘বরবাদ’ সিনেমার পরিচালনা করেছেন মেহেদী হাসান। শাকিব খানের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন ইধিকা পাল, মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্ত প্রমুখ। সিনেমার একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।