১৩ ফেব্রুয়ারি হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সুজাতা আজিম। তার নাতির ভাষ্যমতে, এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রী সুজাতার পরিবার জানিয়েছেন, ‘মঙ্গলবার গাজীপুরে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং করেছেন তিনি। সন্ধ্যার পর বাসায় ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন। প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে তাৎক্ষণিক মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করিয়েছি।’
২৪ ঘণ্টা না কাটলে অভিনেত্রীর শারীরিক অবস্থা ঠিক কেমন তা জানাতে পারবেন না বলেও জানিয়েছেন সুজাতার পরিবার।
উল্লেখ্য, ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ ছবি দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দেন ১২ বছরের সুজাতা আজিম। অভিনেত্রীর ভালো নাম তন্দ্রা মজুমদার কিন্তু পরিচালক সালাহউদ্দিন তার নাম বদলে রাখেন সুজাতা। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’ ইত্যাদি। সিনেমায় তার অবদানের জন্য পেয়েছেন আজীবন সম্মাননা পুরস্কার।