দেশের চলমান পরিস্থিতিতে শি’ক্ষা’র্থীদের সাথে সংহতি জানিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গানের আয়োজন করার উদ্যোগ নিয়েছিল দেশের শ্রোতাপ্রিয় কয়েকটি ব্যান্ডদল। তবে শেষমেশ বাতিল হয়ে গেলো এই আয়োজন।
খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ। তিনি তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে লেখেন, ‘কাল কোনো কনসার্ট হবে না। এখন কনসার্টের সময় না। আমরা শুধু শান্তিপূর্ণভাবে ছাত্রদের সাথে সংহতি জানাবো …’।
এর আগে চলমান আ’ন্দো’ল’নের সঙ্গে সংহতি জানিয়ে ২ আগস্ট ব্যান্ড দলগুলো একে একে ঘোষণা দেয় ৩ আগস্ট, শনিবার, বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে একত্রিত হওয়ার। এই কনসার্টের নাম ছিল- ‘গেট আপ-স্ট্যান্ড আপ’।
আয়োজনের ঘোষণা দিয়ে প্রিন্স মাহমুদ তার ফেসবুকে লিখেছিলেন, ‘হতেও পারে আমাদের এই মিলনমেলা-ই এক ইতিহাস…’। ব্যান্ড ক্রিপটিক ফেইট তাদের অফিশিয়াল পেজ থেকে লিখেছিলেন, ‘ছাত্রদের ৯ দফা দাবি আমাদেরও দাবি।‘
প্রসঙ্গত, ‘গেট আপ-স্ট্যান্ড আপ’ আয়োজনের সাথে সংশ্লিষ্ট ব্যান্ডগুলোর মধ্যে ছিল- ক্রিপটিক ফেইট, আর্টসেল, শিরোনামহীন, জলের গান, ওয়ারফেজ, মাইলস, চিরকুট, অ্যাশেজ ইত্যাদি।