২০২৪ সালের দীপাবলিতে মঞ্জুলিকার রহস্য আর সাসপেন্স নিয়ে আসছেন কার্তিক আরিয়ান ও বিদ্যা বালান। ‘ভুলভুলাইয়া থ্রি’য়ের তৃতীয় কিস্তিতে এই দুই তারকাই থাকছেন।
এর আগে ‘ভুলভুলাইয়া’তে বিদ্যার ভয়ে কেঁপেছে বলিউড, আবার ‘ভুলভুলাইয়া টু’য়ের সময় কার্তিকে মজেছেন দর্শক।
সাথে অক্ষয় কুমার ও টাবুর জাদু তো ছিলই।
ভক্তদের আশা এবার ‘আমি যে তোমার’ গানে যুগলবন্দী নাচে দেখা যাবে কার্তিক ও বিদ্যাকে। ওদিকে শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিংয়ের কণ্ঠে গানটি আবারও বলিউডে নাচবে বলেও ভাবছে নেটিজেন।