এশিয়ার দর্শকদের কিছুটা হতাশ করে দিয়ে আসন্ন ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার জয়ের দৌড়ে বাদ পড়েছে বলিউডের ‘লাপাত্তা লেডিস’ ও ঢালিউডের ‘বলী (দ্য রেসলার)’ সিনেমা দুটি। তাহলে অস্কারের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকায় কারা পেল নমিনেশন? চলুন দেখে আসি এক নজরে —
ডকুমেন্টরি ফিচার ফিল্ম
এই বিভাগে ১৬৯টির মধ্যে ১৫টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে —
‘বিবি ফাইলস’, ‘ব্ল্যাক বক্স ডায়েরি’, ‘ডাহোমে’, ‘ডটারস’, ‘এনো’, ‘ফ্রিদা’, ‘হলিউডগেট’, ‘নো আদার ল্যান্ড’, ‘পোসিলিন ওয়ার’, ‘কুইনডম’, ‘দ্য রিমারকেবল লাইফ অব ইবেলিন’, ‘সাউন্ডট্র্যাক টু আ ক্যু ডি’ইটাট’, ‘সুগারক্যান’, ‘ইউনিয়ন’ ও ‘উইল অ্যান্ড হার্পার’
ডকুমেন্টারি শর্ট ফিল্ম
এই বিভাগে মোট ১০৪টির মধ্যে ১৫টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে —
‘চেসিং রু’, ‘ডেথ বাই নাম্বারস’, ‘ইটারনাল ফাদার’, ‘আই অ্যাম রেডি ওয়ার্ডেন’, ‘ইনসিডেন্ট’, ‘ইনস্ট্রুমেন্ট অব বিটিং হার্ট’, ‘কিপার’, ‘মাকাইলার ভয়েস: আ লেটার টু দ্য ওয়ার্ল্ড’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন ইউক্রেন’, ‘দ্য অনলি গার্ল অব অর্কেস্ট্রা’, ‘প্ল্যানেটওয়াকার’, ‘দ্য কুইল্টারস’, ‘সিট ৩১: জোয়ি জেফার’, ‘আ সুইম লেসন’ ও ‘আনটিল হি ইজ ব্যাক’
আন্তর্জাতিক ফিচার ফিল্ম
এই বিভাগে মোট ৮৫টি দেশের সিনেমা থেকে ১৫টি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে —
ব্রাজিল: আই অ্যাম স্টিল হিয়ার
কানাডা: ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ
চেক প্রজাতন্ত্র: ওয়েভস
ডেনমার্ক: দ্য গার্ল উইথ দ্য নিডল
ফ্রান্স: এমিলিয়া পেরেজ
জার্মানি: দ্য সিড অব স্যাক্রেড ফিগ
আইসল্যান্ড: টাচ
আয়ারল্যান্ড: নিক্যাপ
ইতালি: ভার্মিগ্লিও
লাটভিয়া: ফ্লো
নরওয়ে: আরমান্ড
প্যালেস্তাইন: ফ্রম গ্রাউন্ড জিরো
সেনেগাল: ডাহোমে
থাইল্যান্ড: হাউ টু মে মেক মিলিয়নস বিফোর গ্র্যান্ডমা ডাইস
ইউনাইটেড কিংডম: সন্তোষ
এ ছাড়াও অরিজিনাল মিউজিক, অরিজিনাল মিউডিক স্কোর, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, সাউন্ড, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, ভিজ্যুয়াল এফেক্ট বিভাগে ১৫টি করে সিনেমা বেছে নেওয়া হয়েছে।