রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে বেশ পরিচিতি পান এজাজ খান। বর্তমানেও রিয়ালিটি শোতে নিয়মিত উপস্থিত তিনি। তবে তার জীবনযাত্রায় তিক্ত অভিজ্ঞতারও অভাব নেই। একসময় তাকে জেলের ভাত খেতে হয়েছে এবং সেখানে তিনি শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের দেখভালও করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলে থাকার সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন এজাজ। সেখানেই উঠে এসেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কথা। তারা একই সঙ্গে মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছিলেন বলেই জানিয়েছেন এজাজ। সেখানে একাধিক বিপদের সম্মুখীন হয়েছিলেন কিংপুত্র। আর সেসব বিপদের হাত থেকে আরিয়ানকে নাকি বাঁচিয়েছেন এজাজ খানই!
এজাজ জানিয়ে বলেন, “ওই জেলে ৩,৫০০ ক্রিমিনাল ছিল, এবং তাদের মধ্যে থাকা মানে নিরাপত্তাহীনতা। আমি আরিয়ানকে সিগারেট, জল পাঠাতাম এবং তাকে গুণ্ডা-মাফিয়া থেকে বাঁচানোর চেষ্টা করতাম।”
২০২১ সালে মাদক মামলায় জড়িয়ে গ্রেপ্তার হন এজাজ খান। অন্যদিকে, একই সময় আরিয়ান খানকে অন্য একটি আইনি কারণে ওই জেলে রাখা হয়।
এজাজ তার সাক্ষাৎকারে বলেন, “ওই সময়ে আরিয়ান এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিল। আমি তাকে অনেক সাহায্য করেছি।” তবে আরিয়ান খান এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বর্তমানে তিনি তার পরিচালিত প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর মুক্তি নিয়ে ব্যস্ত আছেন।