কাপুর পরিবারের আরেক কন্যা শানায়া কাপুর। সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে শানায়া বলিউডে নেই আবার আছেনও। সিনেমা নিয়ে কোনও খবর না থাকলেও নেট দুনিয়া বেশ সরগরম তার উপস্থিতিতে।
কখনো ইন্সটাগ্রামে পোস্ট দিচ্ছেন, কখনো আবার ফ্যাশন শো তে মঞ্চ গরম করে চলছেন। সম্প্রতি একটি শোতে ‘শো-স্টপার’ ছিলেন শানায়া।
মিরর ওয়ার্ক করা সাদা লেহেঙ্গায় শানায়া সাক্ষাৎ হীরক খণ্ড মনে হচ্ছিল যেন।
শানায়ার বৃহস্পতি তুঙ্গে বলেই সোনম কাপুর, জাহ্নবী কাপুর বা খুশি কাপুরের মত বলিউডে তাকে নিয়ে আগ্রহের সীমা নাই। করণ জোহরের মাধ্যমেই বলিউডে ও ওটিটিতে অভিষেক ঘটবে শানায়ার।
একদিকে রাজ কাপুর লিগেসি, আরেক দিকে বনি- অনিল দের কাপুর বংশ, অচীরেই বলিউড ‘খান- খান’ হয়ে যাবে কাপুর- দাপটে।