৭৮তম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার জিতেছে আলী। সিনেমাটির পরিচালক আদনান আল রাজীব। আজ ২৪ মে উৎসবের সমাপনী দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়। ফেসবুকে পুরস্কারের খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা আদনান আল রাজীবের স্ত্রী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করেছে আর তাতেই বাজিমাত। কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নেয় এবং উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই তৈরি হয়েছে এক রহস্য। সেই রহস্যের সিনেমাই আলী। আলী সিনেমার প্রধান ভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা আল আমিন।