আনুষ্ঠানিকভাবে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে টম ক্রুজের “মিশন: ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং”। আগামী ১৪ মে কান উৎসবে প্রিমিয়ার হবে আইকনিক স্পাই ফ্র্যাঞ্চাইজির বহুল প্রতীক্ষিত মিশন: ইম্পসিবল সিরিজের অষ্টম ছবিটির। প্রিমিয়ারে উপস্থিত থাকবেন টম ক্রুজ এবং পরিচালক ও লেখক ক্রিস্টোফার ম্যাককোয়ারি।
কান চলচ্চিত্র উৎসবে টম ক্রুজ এ নিয়ে তৃতীয় বারের মতো উপস্থিত হচ্ছেন। প্রথমবার ১৯৯২ সালে রন হাওয়ার্ডের “ফার অ্যান্ড অ্যাওয়ে” এবং দ্বিতীয়বার ২০২২ সালে “টপ গান: ম্যাভেরিক” নিয়ে কানে উপস্থিত হয়েছিলেন এই অভিনেতা। শেষবার যখন কানে উপস্থিত ছিলেন সেসময় ক্রুজ সম্মানসূচক পাম ডি’অরও পেয়েছিলেন।
ভ্যারাইটির বরাতে জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং”-এর টম ক্রুজের ইথান হান্ট চরিত্র ও তার আইএমএফ টিমের প্রতি আরেকবার আস্থা রাখতে। এই চরিত্রটি টম সেই ১৯৯৬ সাল থেকে চিত্রায়ন করে আসছেন।
টম ক্রুজের পাশাপাশি, “মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং”-এ অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, ভিং র্যামস, সাইমন পেগ, এসাই মোরালেস, পম ক্লেমেন্টিয়েফ, হেনরি জারনি, মারিয়েলা গ্যারিগা এবং অ্যাঞ্জেলা বাসেট। এটি প্যারামাউন্ট পিকচার্সের মাধ্যমে ২১শে মে ফ্রান্সে এবং ২৩শে মে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটির কানে আত্মপ্রকাশের খবর প্রথম ফেব্রুয়ারিতে ফাঁস হয়ে যায়, যখন জানা যায় যে ছবিটি উৎসবে প্রিমিয়ারের জন্য অপেক্ষা করছে।
১৩ থেকে ২৪শে মে পর্যন্ত চলা এই বছরের কান চলচ্চিত্র উৎসব এ সপ্তাহের বৃহস্পতিবার সম্পূর্ণ লাইনআপ প্রকাশ করবে। গত মাসে ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ক্রোয়েসেটে তাদের ছবি প্রিমিয়ার করার দৌড়ে থাকা অন্যান্য বড় নামগুলির মধ্যে রয়েছে স্পাইক লি, ওয়েস অ্যান্ডারসন, ক্রিস্টেন স্টুয়ার্ট, জিম জারমুশ, আরি অ্যাস্টার এবং রিচার্ড লিংকলেটার ।