Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

কানাডা ও আমেরিকায় রেকর্ড গড়েছে ‘উৎসব’

প্রথম ৩ দিনে গ্রস ৫৩,০০০ ডলার

ঈদুল আযহায় দেশে চমক লাগানো সিনেমা তানিম নূর পরিচালিত ‘উৎসব’ কানাডা ও আমেরিকার বাজারেও উৎসব লাগিয়ে দিয়েছে। এটি উত্তর অ্যামেরিকায় বাংলাদেশের সিনেমাগুলির মধ্যে এখন পর্যন্ত সর্বকালের ৩য় সর্বোচ্চ ওপেনিং বা প্রথম তিনদিনের আয় দিয়েছে । এ গ্রস দিয়ে এ মুহূর্তে ডমেস্টিক (ইউএসএ + ক্যানাডা) টপ চার্টের ২১ নম্বরে অবস্থান করছে সিনেমাটি।

উত্তর অ্যামেরিকার বক্স অফিসে বাংলাদেশের সিনেমাগুলির মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩টি ওপেনিং হলো।

১। হাওয়া (প্রথম ৩ দিনে ১৫৯,০০০ ডলার, ৮৬ থিয়েটার থেকে)

২। পরাণ (প্রথম ৩ দিনে ৬৪,০০০ ডলার, ৬০+ থিয়েটার থেকে)

৩। উৎসব (প্রথম ৩ দিনে ৫৩,০০০ ডলার, ৩৬ থিয়েটার থেকে।

‘উৎসব’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব সোশাল মিডিয়ায় কমস্কোর এর তথ্যসুত্রে বক্স অফিস ফলাফল প্রকাশ করে লিখেছেন –

‘উৎসব’-এর এ সাফল্য দূর্দান্ত রকম অবিশ্বাস্য! কারণ, সিনেমাটি কানাডা ও আমেরিকার মাত্র ৩৬টি থিয়েটারে মুক্তি পেয়েছে যার মধ্যে আমাদের নিয়মিত টপ গ্রসার লোকেশন ভ্যানকুভার, ডেট্রয়েট (মিশিগান), ফিলাডেলফিয়া, ক্যালগেরি, লস এঞ্জেলেস নেই। নেই মানে পাওয়া যায়নি! আবার ২০ জুন রিলিজ হওয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ লোকেশনে হলিউড, ইন্ডিয়ান বিশাল সব সিনেমার প্রেসারে খুবই কম ও ইনকনভেনিয়েন্ট শো-টাইম পেয়েছে। এমন বেশ কিছু থিয়েটার ছিল যেখানে প্রতিদিন ১টা করে শো, সেটাও ছিল আবার সকালে/দুপুরে বা রাত ১০টা/১১টায়। এতকিছুর পরও এ আয় প্রমাণ করে কি অধিক পরিমাণ মানুষ ক্যানাডা ও অ্যামেরিকায় ‘উৎসব’ দেখতে আগ্রহী হয়েছে!’

উৎসব সিনেমার একটি দৃশ্য

দেশের সাফল্যের সাথে বিদেশে এই মাপের সাফল্যের খবরে দারুণ উচ্ছসিত ‘উৎসব’ ছবির পরিচালক তানিম নূর। তিনি বলেন, ‘হাওয়া’ এবং ‘পরান’ – এর পর ওপেনিংয়ে আমাদের সিনেমার নাম রেকর্ডে আসায় আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞ। সেই সাথে বলবো এই গৌরব আমাদের ইন্ডাস্ট্রির সবার। এভাবেই একদিন আমাদের সিনেমাগুলো হাত ধরাধরি করে আরো বড় সাফল্য  তৈরি করবে বিদেশের বাজারে।

দেশে ঈদের চমক লাগানো সিনেমা তানিম নূর পরিচালিত ‘উৎসব’ ২০ জুন মুক্তি পেয়েছে কানাডা, আমেরিকা ও ইউকের ৩৭টি সিনেমা হলে।

প্রথম সপ্তাহে, ক্যানাডার ৬টি, অ্যামেরিকার ৩০টি

ও ইউকের ১টি থিয়েটারে চলছে ‘উৎসব’। যাতে, পৃথিবীবিখ্যাত সিনেমা চেইন AMC (USA) এর Screen সংখ্যা ১৫টি, Regal (USA) এর Screen সংখ্যা ১১টি, Cineplex (Canada) এর Screen সংখ্যা ৬টি, Cinemark (USA) এর Screen সংখ্যা ২ টি, Showcase (USA) এর Screen সংখ্যা ২টি, Cineworld (UK) এর Screen সংখ্যা ১টি।

প্রথম সপ্তাহে কানাডা, আমেরিকা ও ইউকের প্রধান প্রধান যেসব শহরে ‘উৎসব’ চলছে –

কানাডা

টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, উইন্ডসর,এডমন্টন, রেজিনা

আমেরিকা

নিউ ইয়র্ক সিটি, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ওয়াশিংটন ডিসি,বাফেলো, নেশভিল, শার্লটে, মিয়ামি, টাম্পা, অরল্যান্ডো, ওকলাহোমা সিটি, শিকাগো, ফিনিক্স, আটলান্টা, সান ফ্রান্সিসকো বে এরিয়া।

এবং ইংল্যান্ডের লন্ডনেও চলছে সিনেমাটি।

‘উৎসব’ পরিচালনায় তানিম নূর। প্রধান চরিত্রে আছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম,সাদিয়া আয়মান, সৌম্য,বিশেষ চরিত্রে আফসানা মিমি, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ প্রমুখ। প্রযোজনায় ডোপ প্রোডাকশন্স, সহ-প্রযোজনায় চরকি, সহযোগী প্রযোজনায় লাফিং এলিফ্যান্ট প্রোডাকশন। নিবেদনে ব্র্যাক ব্যাংক পিএলসি। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আতিফ আসলামের কনসার্ট-পাঁচজনের বিরুদ্ধে মামলা

আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ঢাকায় পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট বাতিল হয়েছে সম্প্রতি। কনসার্ট…
আতিফ আসলামের কনসার্ট-পাঁচজনের বিরুদ্ধে মামলা

সন্ত্রাসবিরোধী আইনে শাওনসহ চারজনের বিরুদ্ধে মামলা

চারজনের বিরুদ্ধে মামলা রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী করা আইনে শাওনসহ চারজনের বিরুদ্ধে মামলা করা…
সন্ত্রাসবিরোধী আইনে শাওনসহ চারজনের বিরুদ্ধে মামলা

রাধিকা আপ্তের ক্ষোভ – এমন পৃথিবীতে সন্তানকে বড় করতে চান না

অভিনেত্রী রাধিকা আপ্তে চলচ্চিত্রে সহিংসতা এখন বিনোদন হিসেবে বিক্রি হওয়ায় গভীরভাবে বিরক্ত অভিনেত্রী রাধিকা…
রাধিকা আপ্তের ক্ষোভ - এমন পৃথিবীতে সন্তানকে বড় করতে চান না
0
Share