Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, আগস্ট ২, ২০২৫

কাজ শেষ, শীঘ্রই নতুন প্রাসাদে উঠছেন আলিয়া-রণবীর  

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এই জুটি তাদের বিবাহের আগে থেকেই মুম্বাইতে তাদের নতুন বাংলো নির্মাণের উদ্যোগ নিয়েছিল। সেই উদ্যোগের কয়েক বছর পর অবশেষে তাদের স্বপ্নের বাংলো বাড়িটি এখন থাকার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

সংবাদমাধ্যম পিঙ্কভিলায় প্রকাশিত এক ভিডিওটি দেখা যায়, আলিয়া ভাট এবং রণবীর কাপুরের পালি হিল বাংলোটি সম্পূর্ণরূপে প্রস্তুত। এটি একটি ৬ তলা বিশিষ্ট প্রাসাদ যার ছাদে বাগান এবং লতা-আংগুল দিয়ে মোড়ানো বারান্দা রয়েছে। ধূসর রঙের এই ভবনটি চমৎকার নির্মাণশৈলীতে চোখধাঁধানো এক সুন্দরদৃশ্যে ভরে উঠেছে। বাড়িটির মূল্য ২৫০ কোটি রুপী।

অনেকেই আশা ও মন্তব্য করছেন যে এই জুটির বাংলোটি শাহরুখ খানের মান্নাতকে ছাড়িয়ে মুম্বাইয়ের ভক্তদের জন্য নতুন প্রিয় স্থান হয়ে উঠবে।

জানা গেছে যে নতুন এই প্রাসাদটি রণবীর কাপুর বা আলিয়া ভাটের নামে নথিভুক্ত নয়। এটি তাদের মেয়ে রাহার নামে নথিভুক্ত যা বাড়িটির প্রতি আরো আবেগ বাড়িয়ে তুলেছে।

আলিয়া ভাট তার শাশুড়ি নীতু কাপুরের সাথে তার নতুন প্রাসাদ পরিদর্শন করেছিলেন। নির্মাণস্থল থেকে বেরিয়ে আসার সময় তাদের একসাথে দেখা গিয়েছিল। বিদায় জানানোর আগে বউমা আলিয়াকে জড়িয়ে ধরেছিলেন নীতি কাপুর।

এদিকে, আলিয়া ভাট বেশ ব্যস্ত কয়েকটি ছবি নিয়ে যার মধ্যে আছে ওয়াইআরএফ এর স্পাই সিনেমা আলফা। এটি প্রথমবারের মতো তাকে হাই-অক্টেন অ্যাকশন ভূমিকায় দেখা যাবে। তিনি ছবিতে শর্বরী এবং ববি দেওলের সাথে স্ক্রিন স্পেস শেয়ার করবেন। এর পাশাপাশি, তার “লাভ অ্যান্ড ওয়ার”ও রয়েছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই ছবিতে তাকে স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশলের বিপরীতে দেখা যাবে।

অন্যদিকে, রণবীর কাপুরও তার ক্যারিয়ারের অন্যতম বৃহৎ ছবি ‘রামায়ণ’-এর জন্য প্রস্তুত। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছবিটিতে তিনি ভগবান রামের চরিত্রে অভিনয় করবেন, অন্যদিকে কেজিএফ তারকা যশ রাবণের চরিত্রে অভিনয় করবেন এবং সাই পল্লবী সীতার চরিত্রে অভিনয় করবেন। ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়ও আছেন রণবীর।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দেশী নাটকে এআই ভিডিও ব্যবহারের সূচনা

বিশ্বব্যাপী চলছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিপ্লব। বিশেষ করে এআই ভিডিও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তারই…

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা পাল  

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল কলকাতায় গ্রেপ্তার হয়েছেন। পার্কস্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা…

অভিনয় ছেড়ে বিদেশ চলে যাবেন তানিয়া বৃষ্টি

২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর…

মিথ্যা বলায় হাত জোড় করে ক্ষমা চাইলেন আমির খান

মাসখানেক আগে মুক্তি পেয়েছিল আমির খানের ‘সিতারে জামিন পার’। ব্ক্স অফিসে ভালো আয়ও করেছে তবে সিনেমা হিটের জন্য…
Exit mobile version