Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫

কাকে বিয়ে করছেন সেলেনা গোমেজ?

গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ বিয়ে করছেন সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কোকে। তাদের মধ্যে প্রেম চলছিলো বহুদিন ধরেই। কিছুদিন আগে এক পডকাস্টে বিয়ের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন এই প্রেমিক যুগল। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, তাঁদের বিয়ের পরিকল্পনাও পাকা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এর মধ্যে অতিথিদের বিয়ের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।

ডেইলি মেইল আরও জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে সেলেনা ও বেনি ব্ল্যাঙ্কো বিয়ে করতে চলেছেন। ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর একটি ভেন্যুতে দুই দিনব্যাপী চলবে বিয়ের আয়োজন।

২০২৩ সালের জুনে প্রেমের সম্পর্কে জড়ান সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। একই বছরের ডিসেম্বরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এক বছরের মাথায় গত বছরের ডিসেম্বরে বাগ্‌দান সারেন তারা। ওই সময় সেলেনা জানিয়েছিলেন, ব্ল্যাঙ্কোর সঙ্গে সব সময় নিরাপদ বোধ করেন তিনি। তাই সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেমের সম্পর্কে জড়ানোর আগে একসঙ্গে দুজন বেশ কিছু কাজও করেছেন। সেলেনার ‘কিল এম উইদ কাইন্ডনেস’ গানের প্রযোজক ছিলেন ব্ল্যাঙ্কো, গানটি প্রকাশ পেয়েছিল ২০১৫ সালে। ২০১৭ সালে প্রকাশিত সেলেনার আরেকটি গান ‘ট্রাস্ট নোবডি’ যৌথভাবে লিখেছিলেন ব্ল্যাঙ্কো, প্রযোজনাও করেছিলেন তিনি।

এ ছাড়া ব্ল্যাঙ্কোর ‘আই কান্ট গেট এনাফ’ গানে সহশিল্পী ছিলেন সেলেনা। গানটির ভিডিওতে মডেল হিসেবেও দেখা গেছে তাকে।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেলেনা ও ব্ল্যাঙ্কোর পরিবারের সদস্য ও ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা। তালিকায় রয়েছে টেইলর সুইফট ও তার প্রেমিক ট্রাভিস কেলসি, ও ব্ল্যাঙ্কোর সহকর্মীরাও।

এছাড়া উপস্থিত থাকবেন ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিনেমায় গোমেজের সহ-অভিনেতা স্টিভ মার্টিন, মেরিল স্ট্রিপ এবং মার্টিন শর্টসহ অনেকেই।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দ্য বেঙ্গল ফাইলস নিষিদ্ধ না করতে মমতার প্রতি অগ্নিহোত্রীর আহ্বান  

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগে পশ্চিমবঙ্গে বেশ প্রতিক্রিয়া তৈরি করেছে। ১৬ আগস্ট কলকাতায়…

আব্রামকে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি করাবেন শাকিব-অপু

আব্রামকে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি করাবেন শাকিব-অপু ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই…

বলিউড ইতিহাস বিকৃত করছে

বলিউড ইতিহাস বিকৃত করছে বলিউড ইতিহাস বিকৃত করছে ও ভুলভাবে উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় লেখক…

‘মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল’

‘মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল’ তলোয়ার নিয়ে লড়াই করছেন সাদিয়া আয়মান। কখনো আত্মরক্ষা করছেন, কখনো…
মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল
0
Share