বিয়ের বাগদান সম্পন্ন করেছেন টলিউড এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। দীর্ঘ প্রেমের পর অবশেষে প্রেমিক সুমিত অরোরার সঙ্গে বাঁধা পড়লেন কলকাতার এই অভিনেত্রী। নিজেদের ছবি পোস্ট করে খবরটি দিয়েছেন অভিনেত্রী নিজেই।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে ঋতাভরী লিখেছেন, ‘সারা জীবনের জন্য পরস্পরকে “বিরক্ত” করার জন্য আমি হ্যাঁ বলেছি।
মিস্টার রাইটের সঙ্গে বাগ্দান সেরেছি।’
অভিনেত্রীর পোস্টের নিচে মন্তব্য করে তাদেরকে শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান, ইশা সাহা, রাহুল দাশগুপ্তসহ ভক্ত ও অনুরাগীরা।
ভারতীয় গণমাধ্যম বলছে, পহেলা বৈশাখের দিন বাগ্দান সেরেছেন এই প্রেমিক জুটি। চলতি বছরই বিয়ে করবেন তারা।
পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে থাইল্যান্ডে বিয়ে করার পরিকল্পনা চূড়ান্ত করেছেন ঋতাভরী ও সুমিত। ঋতাভরীর হবু বর সুমিত অরোরা পেশায় লেখক।
হবু বর ‘জওয়ান’,‘স্ত্রী’,‘চান্দু চ্যাম্পিয়ান’ ইত্যাদি সিনেমার ছবির সংলাপ লেখক। এ ছাড়া সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজেরও সংলাপ তিনিই লিখেছেন।
এর আগে তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। লকডাউনের সময়েই প্রথমে বন্ধুত্ব থেকে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে তাদের। পরে সে সম্পর্ক ভেঙে যায়।
ঋতাভরীকে সবশেষ দেখা গেছে মৈনাক ভৌমিকের ‘গৃহস্থ’ সিনেমায়। গত মার্চ মাসে সিনেমাটি মুক্তি পায়।