আজ ২২ শে ফেব্রুয়ারী বাংলা গানের কিংবদন্তি গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী। তিনি “আমায় ডেকো না, ফেরানো যাবে না”, “যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার”, “আজ এই বৃষ্টির কান্না দেখে”, “এই রূপালি গিটার ফেলে”, “কবিতা পড়ার প্রহর এসেছে”— এমন অসংখ্য জনপ্রিয় সব গান লিখেছেন। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি তার অকাল মৃত্যু হয়। তার মৃত্যুবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হলো নতুন গান ‘স্মরণে ঋত্বিক’। গানটি উৎসর্গ করা হয়েছে কাওসার আহমেদ চৌধুরী এবং ঋত্বিক ঘটক—এই দুই শিল্পীমনকে।
গীতিকার, কবি, চিত্রশিল্পী, জ্যোতিষী এবং মুক্তিযোদ্ধা—বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী ১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। কবিতা ও জ্যোতিষশাস্ত্রের প্রতি ছোটবেলা থেকে ছিলেন গভীর অনুরাগী । ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা করলেও চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন পূরণে তিনি চলচ্চিত্র নির্মাণের দিকেও ঝুঁকেছিলেন। এ সময়ে প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে গভীর বন্ধুত্বে পরিণত হয়।
গানটির কণ্ঠশিল্পী নাফিস কামাল জানান, এটি তার জন্য বিশেষ আবেগের কারণ, তার জীবনের প্রথম গান ‘এলোমেলো’-এর স্রষ্টাও ছিলেন কাওসার আহমেদ চৌধুরী, আর সুরকার ছিলেন নকীব খান। ১৯৯৯ সালে ‘ইত্যাদি’তে প্রচারের পর গানটি তখন দারুন প্রশংসিত হয়। দীর্ঘ বিরতির পর তিনি আবার ফিরে এলেন ‘ঋত্বিক স্মরণে’ গানের মাধ্যমে। গত ৬ ফেব্রুয়ারি, ঋত্বিকের প্রয়াণ দিবসে এক লাইভ আড্ডায় এসে শিল্পী নাফিস কামাল ঘোষণা দেন ২২ ফেব্রুয়ারি, কাওসার আহমেদ চৌধুরীর মৃত্যুদিবসে অফিসিয়াল মিউজিক ভিডিও রিলিজ করা হবে। ইতিমধ্যে গানটির অডিও ভার্সন ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় এবং শ্রোতাদের মধ্যে ভিন্নধর্মী এ গানটি দারুণ সাড়া ফেলেছে।
ঋত্বিক ঘটকের নিবিড় সান্নিধ্যের স্মৃতি ও তার মৃত্যু গভীরভাবে আলোড়িত করেছিল গীতিকার কাওসার আহমেদ চৌধুরীকে। সেই মর্মবেদনায় তিনি রচনা করেন ‘ঋত্বিক’ গানটি। দীর্ঘ ২৮ বছর পর অপ্রকাশিত এই গানটি কাওসার আহমেদ চৌধুরীর পুত্র প্রতীকের বাল্যবন্ধু সংগীতশিল্পী নাফিস কামালের কণ্ঠে, সৈয়দ কল্লোলের সুরে এক ভিন্নাঙ্গিকের গানে রূপান্তরিত হয়েছে।
গানটির সুর করেছেন সৈয়দ কল্লোল আর সংগীতায়োজনে ছিলেন তুষার রহমান। সাগর সেন ও শেহাজ সিন্ধুর পরিচালনায় এবং “আবোল – তাবোল” টিমের নির্মাণে এই অ্যানিমেটেড মিউজিক ভিডিওটি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় (৭:৩০ মিনিটে) কণ্ঠশিল্পী নাফিস কামালের ইউটিউব, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক প্রকাশ হবে।