Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাত প্রিমিয়ার 

৪ ডিসেম্বর কলকাতায় শুরু হচ্ছে ৩০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধন হবে দক্ষিণ কলকাতার ধনধান্য মিলনায়তনে। পরিচালক তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’ সিনেমা দিয়ে যাত্রা শুরু হবে উৎসবটির। এর পাশাপাশি থাকচে বিভিন্ন ধরনের চমক। 

উৎসবের ‘বেঙ্গলি প্যানোরামা’ সেকশনে রয়েছে সাতটি নতুন ছবি। এই সাতটি ছবিই প্রেক্ষাগৃহে মুক্তি আগে উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। বলা যেতে পারে সাতটি ছবির ‘ইন্ডিয়া প্রিমিয়ার’ হচ্ছে উৎসবের আয়োজনে। এই সাতটি ছবি হলো- 

এই রাত তোমার আমার সিনেমার পোস্টার | ছবি: আইএমডিবি

১) এই রাত তোমার আমার

পরিচালনা:পরমব্রত চট্টোপাধ্যায়

অভিনয়ে: অঞ্জন দত্ত ও অপর্ণা সেন

ধ্রুবর আশ্চর্য জীবন সিনেমার পোস্টার | ছবি: ইনস্টাগ্রাম

২)  ধ্রুবর আশ্চর্য জীবন

পরিচালনা:অভিজিৎ চৌধুরী

অভিনয়ে: ঋষভ বাসু, কোরাক সামান্থা, বাদশা মৈত্র, আনন্দরূপা চক্রবর্তী ও দেবেশ চট্টোপাধ্যায়

৩) আপিস

পরিচালনা: অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়

অভিনয়ে: সুদীপ্তা চক্রবর্তী, সন্দীপ্তা সেন ও কিঞ্জাল নন্দ।  

৪) কাল্পনিক

পরিচালনা: অর্ক মুখার্জি

অভিনয়ে: রাজত্ব দত্ত, সাতাক্ষী নন্দী, মো. শহীদুর রহমান, শায়ান ঘোষ, সুদীপ মুখার্জি 

৫) ভানু

পরিচালনা: অয়নান্সু ব্যানার্জি

অভিনয়ে: অঙ্কিত মজুমদার, অঙ্কিতা চক্রবর্তী

৬) মন মাতাল

পরিচালনা: দীপক বন্দ্যোপাধ্যায়, প্রিয় চক্রবর্তী

অভিনয়ে: শিলজিৎ মজুমদার, দেভদান আরিয়ান মল্লিক 

৭) অহনা

পরিচালনা:প্রমিতা ভৌতিক 

অভিনয়ে: সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, পায়েল রক্ষিত 

বরাবরের মত সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও অভিনেত্রীর জন্য থাকছে পুরস্কার থাকছে উৎসবে। নেটপ্যাক বিভাগে থাকছে সেরা ছবির জন্য রয়েল বেঙ্গল টাইগার পদক। এবার অংশগ্রহণকারী ছবিগুলো এসেছে ২৯টি দেশ থেকে। আর এই ছবিগুলো দেখানো হবে কলকাতার ২০টি পেক্ষাগৃহ ও মিলনায়নে। তবে ভিসা জটিলতার বিষয়টির কারণে এবার বাংলাদেশের কোনও ছবি থাকছে না এই উৎসবে। 

ReplyReply allForwardAdd reaction

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share