২৪ নভেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেলো বিদ্যা সিনহা মীম অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘মানুষ’। নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত ছবিটিতে অভিনেতা জিতের সাথে পর্দা ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। কিন্তু পরিকল্পনা থাকার পরও নিজের ছবি মুক্তির সময় সেখানে উপস্থিত থাকতে পারছেন না মীম।
জানা গেছে, অন্য আরেকটি ইভেন্টের কারণে ‘মানুষ’ মুক্তির সময় কলকাতায় যাওয়া সম্ভব হয়নি ‘পরাণ’ খ্যাত অভিনেত্রীর। মীম জানান, “কলকাতা থেকে জিৎ-দা সহ ছবি সংশ্লিষ্ট অনেকেই ফোন দিয়েছিলেন। আমি সবার কাছে ক্ষমা চেয়েছি। আসলে সেদিন সন্ধ্যায় লা মেরিডিয়ানে আমার একটা ইভেন্ট আছে। এটিও আগে থেকে চূড়ান্ত করা ছিল। ফলে আমি ইভেন্টটি না করে পারছি না।”
অভিনেত্রী আরও যোগ করেন, “ছবির ইউনিটকে বলেছি, বাংলাদেশে ছবিটি মুক্তির সময় সব ধরনের প্রচার-প্রচারণায় আমি থাকব। নির্মাতা সঞ্জয় সমদ্দার দাদাকেও বলেছি ভুল না বুঝতে। আমি বাংলাদেশে থাকলেও কলকাতাকে মিস করব। এমনিতে পশ্চিমবঙ্গের দর্শক বরাবরই আমাকে ভালোবাসা দিয়েছেন। এ ছবিটিও তাদের ভালোবাসা পাবে বলে আশা করছি।”
উল্লেখ্য যে, ‘মানুষ’ সিনেমায় মীম অভিনয় করেছেন একজন পুলিশের চরিত্রে। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল ছবিটিতে মীমের লুক। সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছিল তার লুক।
প্রসঙ্গত, এটি জিতের সাথে মীমের দ্বিতীয় ছবি। এর আগে ‘সুলতান—দ্য সেভিয়ার’ সিনেমায় এই অভিনেতার বিপরীতে অভিনয় করেছিলেন মীম।
পশ্চিমবঙ্গে মীমের জনপ্রিয়তা আছে ভালোই। এর আগে যৌথ প্রযোজনার সিনেমা ‘ব্ল্যাক’, ‘সুলতান—দ্য সেভিয়ার’ এবং টালিগঞ্জের ‘ইয়েতি অভিযান’ সিনেমায় দেখা গেছে তাকে। এই সিনেমাগুলো দুই বাংলাতেই পায় জনপ্রিয়তা।