বাংলাদেশের পর কলকাতায় নিজের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’।
৪ অক্টোবর দুপুর ১২ টায় কলকাতার ‘দ্য ওবেরয় গ্র্যান্ড হোটেলে’ একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গে = নিজেদের নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
চরকির কনটেন্ট প্রধান অনিন্দ্য ব্যানার্জির সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি।
এ সময় পৃথিবীর সমস্ত বাঙালিদের একসূত্রে গাঁথার নতুন যাত্রা শুরু করার কথা বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নির্মাতা।
২০২১ সালে শুরু হওয়া স্ট্রিমিং প্ল্যাটফর্মটির পশ্চিমবঙ্গে সহজে সাবস্ক্রাইব করার কথাও জানান তিনি।
অনুষ্ঠানটিতে কৌশিক গাঙ্গুলী, অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্তা, সোহিনী সরকার, রায়হান রাফি, শ্রীকান্ত মোহতা, তমা মির্জা ,সৌরভ দাস, সৃজিত মুখোপাধ্যায় ,মোস্তফা সরয়ার ফারুকী, স্বস্তিকা মুখার্জি, অভিনেতা ঋত্বিক
চক্রবর্তী এবং চঞ্চল চৌধুরীর মত তারকারাও উপস্থিত ছিলেন ।
শোনা যাচ্ছে বাঙ্গালদেশে যেমন ‘মিনিস্ট্রি অফ লাভ’ এর মাধ্যমে ১২ টি ছবি নির্মাণ করছে ‘চরকি’, ঠিক তেমনি পশ্চিমবঙ্গের সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কিউ- এর পরিচালকদের নিয়ে ও কাজ করার পরিকল্পনা করছে জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি।