২০২৪ সালের ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট।
মূলত মার্কিন প্রেসিডেন্সিয়াল ডিবেটে সম্প্রতি মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। এরপরই টেইলর আর অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্টে কমলার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে তাকে ভোট দেওয়ার কথা জানান গায়িকা।
কমলা হ্যারিসকে একজন ‘অবিচল, প্রতিভাবান নেত্রী’ মনে করেন টেইলর। তিনি বলেন, ‘গোলযোগ সৃষ্টির পরিবর্তে দেশকে শান্তিপূর্ণভাবে নেতৃত্ব দিতে সক্ষম কমলা।’
৩৪ বছর বয়সী এই গায়িকা আরও বলেন, ‘তিনি (কমলা) অধিকারের জন্য লড়াই করেন এবং আমি বিশ্বাস করি চ্যাম্পিয়ন হওয়ার জন্য একজন যোদ্ধার প্রয়োজন। আমি মনে করি তিনি একজন প্রতিভাধর নেত্রী এবং আমি বিশ্বাস করি যে আমরা এই দেশে আরও অনেক কিছু অর্জন করতে পারবো যদি আমরা বিশৃঙ্খলা না করে শান্ত হয়ে পরিচালিত হই।’
প্রসঙ্গত, কমলার সমর্থনে ইতিমধ্যে এগিয়ে এসেছেন হলিউডের অসংখ্য অভিনেতা, পরিচালক ও চিত্রনির্মাতা।