৫ জানুয়ারি কলকাতায় সায়েন্স সিটি অডিটোরিয়ামের মেলায় ঘুরতে এসে ভক্তদের অভিনেতা দেবের সাথে পর্দায় ফেরা প্রসঙ্গে কথা বললেন টালিউড অভিনেতা জিৎ।
মেলায় ঘুরতে এসে, ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সাথে সাক্ষাৎকারে ‘খাদান’ সিনেমার প্রশংসা করে অভিনেতা জিৎ বলেন, ‘মেনস্ট্রিম ঘরানাটাই সিনেমা বা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি এতদিন ধরে চেষ্টা করে এটাকে বজায় রেখেছিলাম। চাইব আগামী দিনেও যেন এটাই বজায় থাকে।’
‘দুই পৃথিবী’র পর ফের কবে একসাথে পর্দায় ফিরছেন দেব-জিৎ জুটি? এই উত্তরে অভিনেতা জানান, ‘‘ভালো স্ক্রিপ্টের উপর পুরোটা নির্ভর করবে। চিত্রনাট্য পছন্দ হলেই একসঙ্গে কাজ হবে।’
মেলা ঘুরে কেমন লাগল জিতের? এই প্রশ্নের জবাবে টালিউড অভিনেতা বলেন, ‘অবশ্যই একবার ঘুরে দেখা উচিত। ঘানা, টিউনিশিয়া, টার্কি, দুবাইয়ের স্টলগুলো ভালো লেগেছে। বাকিগুলোও ভালো। এত রকমের জিনিস আছে যে কোনটা ছেড়ে কোনটা কিনব বুঝতেই পারছি না।’
উল্লেখ্য, টালিউডে কমার্শিয়াল ছবির ধারাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন অভিনেতা জিৎ। সর্বশেষ অভিনেতাকে দেখা গিয়েছিল রুক্মিণী মিত্রের সাথে ‘বুমেরাং’ সিনেমায়।