আগামী ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ঢালিউড মেগাস্টার শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান অভিনীত ঢালিউডের প্রথম প্যান এশিয়ান সিনেমা ‘দরদ’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন নিজেই।
প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে নতুন ইতিহাস গড়তে প্রেক্ষাগৃহে আসবে ‘দরদ’। বহুল প্রতীক্ষিত এই সিনেমা ‘তুফান’-এর সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে নির্মাতার বিশ্বাস!
এর আগে গেল ৭ জুলাই, রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নির্মাতা মামুন জানিয়েছিলেন, ‘চলতি বছরের সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দরদ’। আর প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটির সব প্রোমোশন জুলাইয়ে শুরু হবে। আগামী দুই মাস অর্থাৎ জুলাইয়ের বাকি দিন গুলো ও আগস্টে ছবির প্রচার শেষে ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে দর্শকদের দেখা দেবেন সাইকোপ্যাথ শাকিব খান।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ১৫টি দেশে চলছে শাকিব খানের ‘তুফান’ ঝড়! নিজের প্রথম প্যান এশিয়ান সিনেমা ‘দরদ’ দিয়ে নিজেই নিজের রেকর্ড ভাঙ্গার পুরো প্রস্তুতি করছে শাকিব খান। সঙ্গী হিসেবে নির্মাতা মামুনসহ থাকছে পুরো ‘দরদ’ টিম।