১৬ অক্টোবর ২০২৪। বেঁচে থাকলে আজ জীবনের ৬৮তম জন্মবার্ষিকী পালন করতেন ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।
কবি রুদ্র ছিলেন আপসহীন যোদ্ধা। সমাজের সব বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন৷ বাংলাদেশের কবিতায় অবিসস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি স্বীকৃতি। ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’ – এমন নির্মম সত্য তুলে ধরার মত দুঃসাহসী ছিলেন তিনি। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে মারা যান তিনি।
কিন্তু কবির লেখার মতোন, চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়। তাইতো নিজের স্বল্পায়ু জীবনে, দেহ ত্যাগ করেও তিনি আজও রয়ে গেছেন লাখো ভক্তের স্মৃতিতে অমর!
‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্নগ্রাম’ কাব্যগ্রন্থ দুটির জন্য কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ পেয়েছেন মুনীর চৌধুরী সাহিত্য পুরষ্কার। তিনি একুশে পদকে (মরণোত্তর) ভূষিত হন। ‘ভালো আছি ভালো থেকো’ গানটির জন্য কবি রুদ্র পেয়েছিলেন শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা।