১৮ মার্চ সোমবার খবর এসেছিল মা হচ্ছেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। এবার জানা গেলো সেদিন বিকালেই ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন এই গায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকার কবির বকুল।
১৯ মার্চ নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিজার একটি ছবি পোস্ট করে কবির বকুল লিখেছেন, ‘কন্যা সন্তানের মা হলেন আমাদের সবার প্রিয় শিল্পী লিজা। ১৮ মার্চ বিকেলে সুস্থ কন্যা শিশুর জন্ম দিয়েছেন তিনি। মা-মেয়ে দুজনেই এখন ভালো আছেন।
প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ জয়ের পর থেকে সংগীত অঙ্গনে সরব সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা।