‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক নির্মাণের পর পরিচালক কাজল আরেফিন অমিকে বিভিন্ন সময়ে মুখোমুখি হতে হয়েছে নানান আলোচনা-সমালোচনার। জনপ্রিয়তার শীর্ষে উঠে আসা নাটকটি নিয়েও অনেকে বলেছেন ‘বাংলা নাটক ধ্বংস করছে এই নাটক’। যার মূল কারণ হিসেবে ছিল ‘বিপ শব্দ’ ব্যবহার করার বিষয়টি। সম্প্রতি এই ব্যাপারেই মুখ খুলেছেন নির্মাতা অমি।
বাংলা নাটক ধ্বংস করার ব্যাপারে অমি বলেন, “কথা বলার মতো কিছু মানুষ আজীবনই থাকবে। যারা বলেন আমি নাটক ধ্বংস করছি, তারা তো অবশ্যই আমার শত্রু না। কিন্তু ওই মানুষগুলোই পছন্দ করছে আমার কাজগুলো।”
পরিচালক যোগ করেন, “আমার কনটেন্টে কিন্তু কোনো ভদ্রলোককে দিয়ে গালাগালি দেওয়াই না। একজন গুণ্ডা প্রকৃতির মানুষ যেকোনো সময় বাজে শব্দ ব্যবহার করতে পারে। কনটেন্টে আমি দর্শকদের বুঝিয়ে দিচ্ছি কোন চরিত্রটা গালি দিচ্ছে না, আর কোন চরিত্রটি গালি দিচ্ছে। আর এটা তো স্বাভাবিক যে, একটা সিনেমার ভিলেন ধ’র্ষণ-খু’ন করবে। আমরা ভদ্র মানুষ হয়ে কেন গ্রহণ করব সেসব?”
এরপরই তিনি বলেন, “আমার কনটেন্টে আমি তো গালাগালিতে বিপ ব্যবহার করতাম। কিন্তু এখন তো অন্যরা বিপও ব্যবহার করে না। এক সময় যারা এই বিপ নিয়ে অনেক বড় বড় কথা বলতো, এখন তারাই দেখছি কোনো ধরনের বিপ ছাড়া সিনেমা-ওয়েব সিরিজ নির্মাণ করছে। এদিক আমি এখনো আমার কনটেন্টে বিপ ব্যবহার করছি।”
মুক্তির অপেক্ষায় আছে অমির ওয়েব ফিল্ম ‘অসময়’। এই ফিল্ম নিয়ে কথা বলতে গিয়েই তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘বিপ শব্দ’ প্রসঙ্গে কথা বলেছেন। এর আগেও বিষয়টি নিয়ে কথা বলেছেন এই নির্মাতা। এবার আরও একবার এ নিয়ে কথা বললেন তিনি।