তার ঠিক এক দিন পরেই, একই রকম ছবি শেয়ার করতে দেখা যায় তার কথিত প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে। সমুদ্রসৈকতে বিজয়কে দেখা যায় কখনো ঘোড়ার পিঠে চড়ছেন কখনো হাঁটছেন। একটি সাদা ঢিলেঢালা শার্ট এবং সাদা পাজামা পরিহিত অবস্থায়। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ঘোড়ায় চড়ে বেড়াচ্ছি এবং বারেফিটে ঘুরে বেড়াচ্ছি। ভক্তরা তাদের দু’জনের পোস্টের মধ্যে বেশ কিছু মিল খুঁজে পাওয়ায় ইতিমধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন তাহলে কি তারা একসাথে রয়েছেন?
গত ৫ এপ্রিল ছিলো জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্মদিন। জন্মদিনের আনন্দের মুহূর্তগুলো সবার সাথে ভাগ করে নিতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন । ছবিগুলোতে তাকে দেখা যাচ্ছে কালো পোশাক পরিহিত অবস্থায় সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে। কখনো বালির সাথে খেলা করছেন,আবার কখনো সূর্যাস্ত উপভোগ করছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, কিছু সমুদ্রসৈকত… কিছু বালি… কিছু সূর্যাস্ত…কিছু ফুল এবং তোমার সব ভালোবাসা, শুভেচ্ছাসহ অনেক হাসি।
দুজনের ছবির মধ্যে বেশ কিছু মিল দেখে বিজয়ের পোস্টে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ফটোগ্রাফার রাশমিকা। অন্য একজন লিখেছেন, ‘রাশুর জন্মদিনে একই স্থানে।’ তৃতীয় একজন মন্তব্য করে লিখেছেন, ‘আমার মনে হয় আমি কিছু মিল দেখতে পাচ্ছি, আমরা সবাই জানি কোথায়!!!’
যদিও রাশমিকা বা বিজয় কেউই তাদের সম্পর্কের ব্যাপারটা খোলাসা করেননি। তবে নেটিজেনরা ধারণা করছেন দীর্ঘদিন ধরেই ডেটিং করছেন রাশমিকা এবং বিজয়।
ডেটিং করার কথা স্বীকার না করলেও প্রায়ই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখতে পাওয়া যায় তাদের। ঠিক যেমন টা দেখা গেল রাশমিকা্র এবারের জন্মদিনের পোস্টে। নানান সময় তাদের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন বিভিন্ন শিরোনামে উঠে আসে। এবার সেই গুঞ্জন আরও জোড়ালো করে তুললেন তারা নিজেরাই।