২০১২ সাল থেকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন পূজা দাদলানি। দাদলানী কেবল শাহরুখের পেশাগত দায়িত্বই নয়, বরং তার ব্যবসার কাজের দায়িত্বেও আছেন। শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্স আইপিএল দলের দায়িত্বও পালন করেন তিনি।
২০১২ সালের আগে তিনি ম্যানেজ করতেন দীপিকা পাড়ুকোনকে। অর্থাৎ দীপিকার জীবনের প্রতিটা কাজভিত্তিক সিদ্ধান্তে তাকে সাহায্য করা, বিশেষ বিশেষ মিটিংয়ে যোগদান করা, প্রতিটা পদে পদে সঙ্গে থেকে তাকে সহযোগিতা করাই পূজার কাজ ছিল। সেখান থেকেই চাকরী বদলে ২০১২ সালে শাহরুখ খানের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি।
শাহরুখের সাথে আইপিএল ম্যাচ দেখা থেকে শুরু করে শাহরুখের সাথে সভা এবং ইভেন্টে যোগদানসহ সবকিছু দাদলানী পরিচালনা করেন। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যায়, পূজা দাদলানির বার্ষিক আয় ৭-৯ কোটি টাকা। এছাড়াও, ২০২১ সালের একটি প্রতিবেদনে তার মোট সম্পদের পরিমাণ ৪৫ থেকে ৫০ কোটি টাকার মধ্যে বলে উল্লেখ করা হয়েছে।
পূজা ২০২৩ সালে মুম্বাইয়ের বান্দ্রা পাড়ায় একটি সুন্দর বাড়িও কিনেছেন। তিনি ইনস্টাগ্রামে তার নতুন বাড়ির ছবি শেয়ার করেছেন এবং বাড়িটির ডিজাইন করে দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন শাহরুখের স্ত্রী ও ডিজাইনার গৌরী খানকে। ম্যাজিকব্রিক্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ফ্ল্যাটের দাম ৫.৬৩ কোটি টাকা থেকে ৭.৮৮ কোটি টাকার মধ্যে।
পূজা ২০০৮ সালে লিস্টা জুয়েলসের পরিচালক হিতেশ গুরনানিকে বিয়ে করেন।
তবে শাহরুখের পেশাগত দায়িত্ব, ব্যবসার কাজই নয় শাহরুখের পরিবারের যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়েন পূজা। সেটা শাহরুখ খানের অসুস্থতা হোক কিংবা আরিয়ান খানের মাদক কাণ্ড। পরিবারের সদস্যদের নিরাপত্তায় নিজেকে উজাড় করে দেন দাদলানী।