কঙ্গনা রানাউতের ‘চন্দ্রমুখী ২’ পাঁচ দিনে ২৮.৯৫ কোটি ভারতীয় রুপির ব্যবসা করেছে ।
পি বাসু পরিচালিত সিনেমাটি প্রথম দিনে (২৮ সেপ্টেম্বর) আয় করেছে ৮.২৫ কোটি ভারতীয় রুপি ( তামিল-৫.৫৮ কোটি, তেলুগু-২.৫ কোটি, হিন্দি ১৭ লাখ) , দ্বিতীয় দিনে( ২৯ সেপ্টেম্বর) আয় করেছে ৪.৩৫ কোটি (তামিল-৩.৪ কোটি, তেলুগু- ৮৫ লাখ, হিন্দি- ১০ লাখ) , তৃতীয় দিনে( ৩০ সেপ্টেম্বর) আয় করেছে ৫.০৫ কোটি ( তামিল-৪.০৫ কোটি, তেলুগু- ৯ লাখ, হিন্দি- ১০ লাখ), চতুর্থ দিনে (১ অক্টোবর) আয় করেছে ৬.৮ কোটি ( তামিল- ৫.৪৫ কোটি, তেলুগু- ১.১৫ কোটি, হিন্দি-২০ লাখ) ও পঞ্চম দিনে (২ অক্টোবর) আয় করেছে ৪.৫০ কোটি ভারতীয় রুপি।
ভারত থেকে ছবিটি সর্বমোট প্রায় ২৮.৯৫ কোটি ভারতীয় রুপি ( তামিল-১৮.৪৮ কোটি, তেলুগু- ৫.৪ কোটি, হিন্দি- ৫৭ লাখ) ঘরে তুলেছে।
লাইকা প্রোডাকশন দ্বারা প্রযোজিত চলচ্চিত্রটি প্রযুক্তিগত কিছু কারণে ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর মুক্তি পায়। ৬০ কোটি ভারতীয় রুপির বাজেটে নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পাঁচ দিনের মধ্যেই বেশ ভালো গতিতেই আগাচ্ছে। কঙ্গনা রানাউত অভিনীত চলচ্চিত্রটিকে ‘জাওয়ান’, ‘ফুকরে ৩’ ও ‘ভ্যাক্সিন ওয়ার’- এর সাথে বক্স অফিসে টিকার লড়াই করতে হচ্ছে ।
ছবিটি মুক্তির আগে ২৬ সেপ্টেম্বর ছবিতে ভেত্তাইয়ান রাজার চরিত্রে অভিনয় করা রাঘব লরেন্স ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী’ সিনেমাতে অভিনয় করা রজনীকান্তের সাথে সৌজন্য সাক্ষাৎকার করেন যার ছবি সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তোলে।
এছাড়াও ২০০৫ সালে ‘চন্দমুখী’ চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করা জ্যোতিকা ‘চন্দ্রমুখী ২’ ছবিটির মুক্তির আগে নতুন চন্দ্রমুখী তথা কঙ্গনার অনেক প্রশংসাও করেন।
কঙ্গনা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন রাঘব লরেন্স, ভাদিভেলু, রাধিকা শরৎকুমার, লক্ষ্মী মেনন, মিঠুন শ্যাম, মহিমা নাম্বিয়ার, রাও রমেশ, বিঘ্নেশ, রবি মারিয়া, সুরেশ মেনন, টিএম কার্তিক সুবিক্ষা কৃষ্ণান, সৃষ্টি দাঙ্গে এবং ওয়াই জি মহেন্দ্রান এর মত তারকারা।