২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়া অভিনীত ‘স্কাই ফোর্স’ সিনেমাটি। কেমন ব্যবসা করলো সিনেমাটি?
স্যাকনিল্কের খবরে, মুক্তির দিন ১১ কোটি ২৫ লাখ টাকা ঘরে তুলেছে ভারতীয় এয়ার ফোর্সের বীরগাঁথা নিয়ে নির্মিত ‘স্কাই ফোর্স’। তবে দ্বিতীয় দিনই আয়ের অঙ্ক নেমে দাঁড়িয়েছে ২.৭৯ কোটিতে।
আরেকদিকে দর্শক সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি। নেটিজেনদের কারো কারো মতে বেশ ভালো এন্টারটেইনিং প্যাকেজ ‘স্কাই ফোর্স’। কারো মতে অক্ষয়ের এই সিনেমাও বক্স অফিসে সফলতা দেখবে না। এই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রেখেছেন বীর পাহাড়িয়া। বলিউড অভিনেত্রী জাহ্নবীর প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাই তিনি, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। পাশাপাশি সারা আলি খানের সঙ্গে বর্তমানে তার প্রেমচর্চা শোনা যাচ্ছে।
‘স্কাই ফোর্স’ সিনেমায় ভারতীয় বিমানবাহিনীর তরুণ অফিসারের চরিত্রে দেখা গেছে বীরকে। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সারা আলি খান। সিনেমার গল্পে, সারা সন্তান কোলে স্বামীর জন্য অপেক্ষা করছেন। অক্ষয়ের বিশ্বাস বেঁচে আছেন বীর এবং তাকে ফেরানোর মিশনে নামতে দেখা যায় অক্ষয়কে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা।