Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ১৭, ২০২৫

কখনো দেখা হয়নি অমৃতা- কারিনার

কারিনা কাপুর খান ও অমৃতা সিং (বাম থেকে) । ছবি: গুগল

সাইফ আলী খানের সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের সাথে বর্তমান স্ত্রী কারিনা কাপুর খানের কখনো দেখাই হয়নি।

একটি সাক্ষাৎকারে কারিনা জানান, সাইফের সাথে দেখা হয় তার সাইফ- অমৃতার বিচ্ছেদেরও বহু বছর পর।

ততদিনে সাইফ আরো কত রঙিন নদী পার করেছেন, স্রোত কমও দেখেননি কারিনা নিজে।

সাইফ আলী খান ও কারিনা কাপুর । ছবি: গুগল

পরে ‘তাশান’ সিনেমার সেটে প্রেম পরিণয়।

এর মাঝে আগেই চুকেবুকে গেছে অমৃতা- সুধা।

তাই কারিনা বলেন, তার সাথে আমার ভালো বা খারাপ কোনও সম্পর্কই নেই। কারণ দেখাই হয়নি আমাদের।

সাইফ আলী খান ও অমৃতার বিয়ে । ছবি: গুগল

যদিও ‘বেবি’ কারিনা সাইফের প্রথম বিয়েতে দাওয়াত পেয়েছিলেন ঠিকই।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share