১৬ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস এইরেসের একটি হোটেলের বাইরে ব্রিটিশ সংগীতশিল্পী ও জনপ্রিয় ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্য লিয়াম পেইনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মার্কিন গণমাধ্যম সিএনএন -এর তথ্যমতে, পুলিশের বিবৃতিতে বলা হয়েছে ৩১ বছর বয়সী লিয়াম হোটেলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যাওয়ার পর মারা গেছেন। ধারণা করা হচ্ছে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে লাফিয়ে পড়েন। তবে পেইন দুর্ঘটনাবশত পড়ে গেছেন নাকি কেউ ইচ্ছা করে এই কাজ করেছেন সে বিষয়ে এখনও তদন্ত্য করছে পুলিশ।
জরুরি স্বাস্থ্যসেবা সংস্থার প্রধান অ্যালবার্টো ক্রেসসেন্টি স্থানীয় টিভিকে বলেছেন, পেইনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন আছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর আর্জেন্টিনায় একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট লিয়াম পেইন। প্রিয় গায়কের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই তার ভক্তরা আর্জেন্টিনার সেই হোটেলের সামনে ভিড় করেন।