চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরি হয়েছে। গত ৩ ডিসেম্বর সকালে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওমর সানী বাসা থেকে হাঁটতে বের হওয়ার পর চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঢাকার ভাটারা থানায় ৪ ডিসেম্বর সকালে মামলা দায়ের করেছেন ওমর সানী।
অভিনেতা ওমর সানীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ভাটারা থানার পুলিশ।
অভিনেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, বাসা থেকে নগদ ২০–২২ হাজার টাকা ও তিনটি মুঠোফোন চুরি হয়েছে। ওমর সানী বলেন, ‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ এর দিকে বাসায় ফিরে ড্রয়িংরুমে এসে দেখি আমার স্যামসাং এস টোয়েন্টি আলট্রা এবং আরেকটি অপো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’
আইএমইআই নাম্বারসহ সব তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে। হারানো ফোন খুঁজে বের করা সম্ভব বলে মনে করেন ওমর সানী।