পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পী শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘একটা সময় কলকাতাতে বাংলাদেশের সিনেমা নকল করে সিনেমা বানানো হত।’
কলকাতার অনেক শিল্পীর অভিষেক বাংলাদেশে হয়ে গেলেও শাশ্বত কখনো কাজ করেননি। চরকির ‘গুলমোহর’ দিয়ে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিরিজে কাজ করছেন তিনি। সিরিজটি নির্মাণ করছেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী।
এসময় তিনি সাংবাদিকের সাথে আলাপকালে বলেন, ‘একটা সময় টালিগঞ্জে স্বর্ণযুগ ছিল। সেরা সাহিত্য, সেরা গল্প নিয়ে সেরা পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা কাজ করেছেন সে সময়। হয়তো প্রযুক্তি ভালো ছিল না, কিন্তু আবেগ ছিল। নব্বইয়ের দশকে সাহিত্য হারিয়ে যায়। তখন বাংলাদেশ ও দক্ষিণ ভারতীয় সিনেমা কপি করে সিনেমা বানাতেন পরিচালকেরা।’
তোপসে থেকে কাহানির ভাড়াটে খুনে- সকল চরিত্রে যথার্থ এই অভিনেতা প্রায় তিন দশক ধরে কাজ করছেন টালিগঞ্জ যা কালের বিবর্তনে এখন টালিউড। এছাড়াও বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি।