বাংলাদেশ বন্যার কবলে পড়ার পর থেকেই নিজ সাধ্যানুযায়ী সাহায্য করার চেষ্টা করছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি বন্যার্তদের ত্রাণ সহায়তা করা ব্যক্তিদের কাছে একটি অনুরোধ করেছেন তিনি।
২৭ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে একটি স্ট্যাটাসও পোস্ট করেন জোভান। পোস্টে তিনি লিখেছেন, ‘আজকে ফেনীতে ত্রাণ নিতে এসে একজন আঙ্কেল রাগ করে ত্রাণ না নিয়েই চলে গেছেন। ওনার রাগ করার কারণ ছিল ত্রাণ দেয়ার সময় ভিডিও/ছবি তোলা।’
এরপর সেই আঙ্কেলের বক্তব্য তুলে ধরেন জোভান। আঙ্কেল তাকে বলেছিলেন, ‘বাবা, টাকা-পয়সা আমাদেরও বহু ছিল। একটা বড় খামারের মালিকও ছিলাম। বন্যায় সব শেষ। বছরে হাজার হাজার টাকার যাকাত দিছি। কিন্তু আজকে বন্যার কারণে নিঃস্ব। পরিবার আর বাচ্চাদের দিকে তাকাইয়া ত্রাণ নিতে আসছি। সবাই যে ভিডিও করে অনলাইনে দিচ্ছে- এইগুলা তো সারাজীবন থাইকা যায়। পরে দেখলে নিজেরে অসহায় মনে হয়। আমাদেরও তো চক্ষুলজ্জা আছে।’
প্রসঙ্গত, বন্যার্তদের সাহায্যে ব্যক্তিগত উদ্যোগে দুটি টিম গঠন করেছেন জোভান। এরপর সেই টিমসহ তিনি ত্রাণ বিতরণ করেছেন ফেনী ও নোয়াখালী জেলায়। এখন পর্যন্ত ৪০০ পরিবারের জন্য খাবার ব্যবস্থা করেছেন তিনি। অভিনেতা তার এ উদ্যোগে পরিবারের অন্যান্য সদস্যদেরও কৃতিত্ব দিয়েছেন।