Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ওটিটিতে যা আসছে এ বছর

‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ । ছবি: সংগৃহীত

২০২৩ সালের শেষে অনেকগুলো ঘোষণা দিয়ে চরকি এখন আছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মের মাঝে আলোচনার শীর্ষে।

কয়েকটি কন্টেন্টের মুক্তির সম্ভাবনা অচিরেই। এর মধ্যে রয়েছে ‘শাটিকাপ’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের নতুন সিরিজ ‘সিনপাট’। রাজশাহীর স্থানীয় শিল্পী-কলাকুশলীদের নিয়ে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল সিরিজ।

রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’ মুক্তি পাবে চরকিতে। আলফা আই, চরকি ও এসভিএফ ফিল্মসের প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান।

চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’ও আসবে। তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান জুটির এ সিনেমার পরিচালক শিহাব শাহীন। রবিউল আলম নির্মাণ করছেন ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আরেক সিনেমা ‘ফরগেট মি নট’। মুক্তি পাবে এ বছরই। চরকি অরিজিনাল সিরিজ ‘লহু’ মুক্তি পাবার কথাও ২০২৪ সালেই। কলকাতার নির্মাতা রাহুল মুখার্জি পরিচালিত এ সিরিজে জুটি বেঁধেছেন সোহিনী সরকার ও আরিফিন শুভ।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে দেশি ও বিদেশি মিলিয়ে পাঁচটির বেশি সিনেমা ও সিরিজ আসছে। মুক্তি পাবে কাজল আরেফিন অমি পরিচালিত বঙ্গ অরিজিনাল সিনেমা ‘অসময়’। এতে বিভিন্ন চরিত্রে তাসনিয়া ফারিণ, রুনা খান, তারিক আনাম খানসহ আরও অনেককে দেখা যাবে। ‘বিএনজি’ সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে জানুয়ারিতে।

বঙ্গতে মুক্তি পাবে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘সুপ্রিম’, ‘তেজ, আই লাভ ইউ’, ‘টোয়েন্টি ফোর কিসেস’ এবং চীনের সিরিজ ‘লাভ আনএক্সপেক্টেড ব্রোকার’- এ কনটেন্টগুলোও।

হৈ চৈ বেশ হৈচৈ ফেলে দিলেও আপাতত কোনও নির্দিষ্ট ঘোষণা দিতে পারেনি। কিন্তু দুই বাংলায় ২০২৩ সালের শেষে বেশ কিছু ইভেন্টের উপস্থিতি বলে দেয় অচিরেই হৈ চৈ সাড়া ফেলবে ওটিটির দুনিয়ায়।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রিয়্যালিটি শো নিয়ে আসছেন তাহসান

টানটান উত্তেজনায় ভরা পারিবারিক বিনোদনমূলক ‘ফ্যামিলি ফিউড’ রিয়্যালিটি শো নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছেন…

ওটিটিতে আসছে ‘দরদ’

আজ, ১৬ জানুয়ারি দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত…

বছরের প্রথমদিনেই তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’

তুরস্কের বিখ্যাত ধারাবাহিক মুজিজে ডক্টর যা ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে বাংলা ডাবিং সহ ‘‌গুড ডক্টর’‌ নামে দেখা…
0
Share