Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
Your Image

ওটিটিতে নতুন জুটি বরুণ-সামান্থা

বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু | ছবি: পিঙ্কভিলা

প্রকাশ্যে এসেছে জনপ্রিয় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর ‘সিটাডেল: হানি বানি’ সিরিজের প্রথম ঝলক। নতুন সিরিজে চমক হিসেবে নতুন জুটি বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভুকে দর্শকদের উপহার দিয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতাদ্বয় রাজ-ডিকে।

সম্প্রতি মুম্বাইয়ের মেহেবুব স্টুডিওতে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে ‘সিটাডেল: হানি বানি’র টিজার প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে সিরিজটির মুক্তির দিনও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান, সামান্থা, পরিচালক রাজ-ডিকেসহ আরও অনেকে। নাচে-গানে এই আয়োজন আরও জমকালো হয়ে উঠেছিল।
আগামী ৭ নভেম্বর মুক্তির আশায় থাকা অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিরিজে বরুণ ও সামান্থাকে দুর্ধর্ষ সব অ্যাকশন করতে দেখা যাবে। তবে সবচেয়ে বেশি নজর কাড়বে বরুণ-সামান্থার উষ্ণ রসায়ন। বরুণের সঙ্গে রসায়ন প্রসঙ্গে সামান্থা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা যখন অ্যাকশন করতাম, মনে হতো আমরা তখন যেন নাচ করছি। মজা করে বলতাম, অ্যাকশন যেন রোমান্টিক গানের মতো লাগছে। কারণ, আমাদের দুজনের মধ্যে দুর্দান্ত বোঝাপড়া ছিল। এর আগে এ রকম বোঝাপড়া কারও সঙ্গে হয়নি। রাজ-ডিকে লং টেক নিতে পছন্দ করেন। কখনো কাট বলেন না। তাই শট চলতেই থাকে।’
এ প্রসঙ্গে বরুণ যোগ করেন, ‘সিরিজে আমাদের প্রায় ১২ মিনিটের ওয়ান-টেক অ্যাকশন সিকোয়েন্স ছিল।’

বরুণের প্রশংসা করে সামান্থা বলেন, ‘ও (বরুণ) যখন ঘুম থেকে ওঠে, ওর মনের মধ্যে শুধু একটা বিষয়ই ঘুরপাক খেত যে আজকের দৃশ্যটা কতটা ভালো করে করবে। ও সব সময় নিজের কাজ আরও ভালো করার নেশায় মশগুল থাকে। বরুণের মতো দুর্দান্ত মানুষের সঙ্গে আমার আগে কখনো দেখা হয়নি। অদ্ভুত সুন্দর রসবোধ দিয়ে সেটের সবাইকে ও আনন্দে রাখত। ওর মুখে সব সময় হাসি লেগেই থাকত। ওর জন্য কোনো দিনই আমাদের খারাপ কাটত না। ওর আশপাশের সবাই আনন্দে থাকত।’

প্রসঙ্গত, সামান্থা আগে একই প্ল্যাটফর্মের হিট সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ দুরন্ত অ্যাকশন করে সবার নজর কেড়েছিলেন। সেই সিরিজের পরিচালকও ছিলেন রাজ-ডিকে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থাইল্যান্ড হবে বলিউডের নতুন ‘আখড়া’

মুম্বাইতে ১২ থেকে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেলো একটি ফিল্ম ফেস্টিভ্যাল, যার আয়োজক থাইল্যান্ডের ট্যুরিজম বিভাগ।…

কিভাবে প্রেমে পড়েছিলেন আয়মান–মুনজেরিন?

‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ গেল ১৫…

কাজে বেশি জোর দেওয়ার পরামর্শ অনন্যার

বিনোদন জগতে মহিলাদের বিরুদ্ধে নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সব ইন্ডাস্ট্রিতেই ‘হেমা কমিটি’-র মত কমিটি থাকা প্রয়োজন…
0
Share