৬ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’। ভাসান বালা পরিচালিত, ধর্ম প্রোডাকশন অভিনীত এই সিনেমাটি হল একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। কিন্তু এই সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও পেয়েছে একাধিক বিতর্ক।
এই সিনেমায় ভাইয়ের জন্য বোনের ভালোবাসার গল্প তুলে আনা হয়েছে। সিনেমায় আলিয়া ভাটের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না।
সিনেমাটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। অভিনেত্রীর প্রযোজনাপ্রতিষ্ঠান ইটারনাল সানশাইন প্রোডাকশনসও এ সিনেমায় অর্থায়ন করেছে।
জানা গেছে ৮০ কোটি টাকায় তৈরি হয়েছে ‘জিগরা’। এর সঙ্গে আরও ১০ কোটি টাকা খরচ করা হয়েছে ছবির প্রচারের জন্য। ছবিমুক্তির প্রথম দিনে বক্স অফিস সংগ্রহ ছিল ৪.২৫ কোটি টাকা। তুলনায় বক্স অফিস সংগ্রহ যথেষ্টই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মুক্তির পাঁচ দিন পরে এই ছবির বক্স অফিস সংগ্রহ মোট ১৯.৩৫ কোটি টাকা। শুধু পঞ্চম দিনে এর সংগ্রহ ১.১ কোটি টাকা।
যদিও সমালোচক মহলে বরাবরের মতোই আলিয়ার অভিনয় প্রশংসা পেয়েছে।