নব্বইয়ের ঢালিউড ড্রিম গার্ল চিত্রনায়িকা শাবনূর, বিরতি শেষে ফের ফিরছেন পর্দায়। ভক্তদের দেওয়া কথা রেখে নিজের কামব্যাক সিনেমা ‘রঙ্গনা’র জন্য ওজন কমিয়ে নতুন লুকে চমকে দিয়েছেন এই নায়িকা।
পরিকল্পনা ছিল চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রঙ্গনা’। তবে ছবির ডামি পোস্টার প্রকাশের পর অভিনেত্রীর ওজন নিয়ে ভক্তদের নানান মন্তব্যের পর নিজেকে ফিট করে ফের সিনেমার শুটিং-য়ে ফিরেছেন শাবনূর। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমার প্রথম অংশের শুটিং, এখন চলছে দ্বিতীয় অংশের কাজ।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। ক্যাপশনে লিখেছেন, ‘আমি এখনও ঈদের মুডে আছি।‘যেই ছবিতে অভিনেত্রীর শরীরের আমুল পরিবর্তন ছিল লক্ষণীয়।
শাবনূরের সেই দুই ছবি ‘রঙ্গনা’ সিনেমার নির্মাতা আরাফাত হুসাইন লিখেছেন, ‘গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে।’

ভক্তদের দেওয়া কথা রেখেছেন প্রিয় অভিনেত্রী। তাই তো শাবনূরের প্রসংশায় ভাসছেন তার ভক্ত-অনুরাগীরা। তাদের আশা, পর্দায় আবারও পুরোনো শাবনূরের দেখা মিলবে।