২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরাদের তালিকায় শ্রেষ্ঠ গায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘এ মন ভিজে যায়’ গান গাওয়ার জন্য তিনি পেতে যাচ্ছেন এই পুরস্কার। তাই এই অর্জনের খবর জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাপ্পা জানান স্বীকৃতি পেয়ে তার আনন্দের অনুভূতি নিয়ে।
নির্মাতা দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার গান ‘এ মন ভিজে যায়’। ৩১ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকায় এই গানটির জন্যই লেখা ছিল বাপ্পার নাম।
এই বিষয়ে বাপ্পা বলেন, “কিছু প্রাপ্তির আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার যে অনুভূতি, তা বলেও বোঝানো যাবে না। তবে এটা বলতে পারি, ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ‘এ মন ভিজে যায়’ গানটির জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় সত্যিই অনেক আনন্দিত ও সম্মানীত আমি।”
তবে তার মতে, এই প্রাপ্তি কেবল তার একার নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই কেবল ভালো কিছু করা সম্ভব হয়। প্রসঙ্গত, ‘এ মন ভিজে যায়’ গানের গীতিকার গোধুলি শর্মা। আর গানটির ও সংগীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী।