এসএস রাজামৌলির নতুন সিনেমা ‘SSMB 29’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক দিন ধরেই আলোচনা চলছে। এই আলোচনার মাঝেই সোশ্যাল মিডিয়া এক্স এ একটি ছবি ভাইরাল হয়েছে। অনেকের মতে সেই ছবিটি সেটের। অনেকেই আন্দাজ করেছেন এটি ‘SSMB 29’-এর সেটের ছবি।
@DurgaraoKilim নামের একজন এক্স ব্যবহারকারী এই ছবিটি তার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘SSMB 29-এর সেটের লিক ছবি। এসএস রাজামৌলি হায়দরাবাদেই কাশীর আদলে সেট তৈরি করছেন। ওড়িশার শ্যুটিং শেষ হওয়ার পর এই সেটে শ্যুটিং শুরু হবে’।
সিনেমার রিপোর্ট অনুযায়ী, ‘SSMB 29’ একটা অ্যাডভেঞ্চারের ছবি হবে। ছবির জন্য মহেশ বাবুকে বড় দাড়ি ও চুল রাখতে হচ্ছে বলেও শোনা গিয়েছে। এটি ‘ইন্ডিয়ানা জোন্স’ মতো একটি ছবি হতে চলেছে। ছবিতে মহেশ বাবুর চরিত্র হনুমানের থেকে অনুপ্রাণিত।
এর আগে এসএস রাজামৌলি ‘বাহুবলী’, ‘RRR’ এবং ‘মগধীরা’র মতো জনপ্রিয় ছবির পরিচালনা করেছেন। দর্শকদের অতীত অভিজ্ঞতা বলে তার ছবির সেট খুবই বিশাল আকারের হয়। সেই জন্যই ছবিটি আরো বিশাসযোগ্য মনে হয়েছে নেটিজেনদের কাছে। এছাড়াও, তার ছবির গল্প দর্শকদের এক অন্য জগতে নিয়ে যায়।
অন্যদিকে, এই ছবিতে বেশ অনেক দিন পর প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে। শেষবার তাকে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে দেখা গিয়েছিল। ভাইয়ের বিয়ের সময় ভারতে এসে প্রিয়াঙ্কা পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই সময় অনেকেই অনুমান করেছিলেন তাকে হয়তো খুব শীঘ্রই এস এস রাজামৌলির ছবিতে দেখা যাবে। আর তার পর পর প্রকাশ্যে আসে এই ছবির খবর।